ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটিএম-র পর এবার জালিয়াতদের নতুন মাধ্যম হয়ে উঠেছে Paytm।পেটিএম ব্যবহার করতে গেলে Paytm KYC পূরণ করতে হয়। পেটিএম অ্যাপেও কেওয়াইসি ফর্ম পূরণ করার জন্য নোটিফিকেশন দেখা যায়। তবে এই পেটিএম কেওয়াইসি নোটিফিকেশনকে হাতিয়ার করেই জালিয়াতি শুরু হয়েছে।

সম্প্রতি বিভিন্ন গ্রাহকের কাছে একটি কল আসে যাতে জানানো হয় পেটিএম কাস্টমার কেয়ারের তরফ থেকে ফোন করা হচ্ছে এবং আপনার কেওয়াইসি পেন্ডিং আছে। এখনই আপনাকে আপনার কেওয়াইসি আপডেট করতে হবে, তা না হলে আপনি আপনার পেটিএম ওয়ালেট আর ব্যবহার করতে পারবেন না।
এই জালিয়াতি নিয়ে ট্যুইট করে গ্রাহকদের সতর্ক করেছেন কলকাতার জয়েন্ট কমিশনার অফ পুলিশ মুরলীধর। তিনি ট্যুইটে বলেছেন যে গত কয়েক দিনে এই নিয়ে বেশ কয়েকটি অভিযোগ এসেছে।তাই একটি হেল্পলাইন নম্বরও দিয়েছেন।এরকম মেসেজ বা কল পুরোপুরি ফ্রড, এরা আপনার সব ডিটেল নিয়ে নেয় এবং অনায়াসে জালিয়াতি করে। সম্প্রতি এক প্রখ্যাত শিল্পী এইভাবে ৬৪ হাজার টাকা প্রতারিত হয়েছেন বলে জানা গিয়েছে। তাই পেটিএম ব্যবহারকারীরা এখনই সতর্ক হন ।
