বর্ধমান কাণ্ড নিয়ে সরাসরি রেল কর্তৃপক্ষকে দায়ী করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, এগুলো সব হেরিটেজ বিল্ডিং, আরও গুরুত্ব দিয়ে রক্ষণাবেক্ষণ করা দরকার। মূলত যে ঠিকাদার নতুন বিল্ডিং তৈরির কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যারা দায়িত্বে ছিল, তারাও দায়িত্ব এড়াতে পারে না। আর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই সরকার সব কিছুতেই ব্যর্থ। ব্যস্ত স্টেশন, তা ভেঙে পড়ছে। প্রাণহানি হচ্ছে। কে দায়িত্ব নেবে!
