জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর দায়িত্বে থাকা ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা দিতে পারেননি। তাঁর লজ্জা হওয়া উচিত। আমরা এই উপাচার্যের পদত্যাগ চাই। গতকালের হামলায় গুরুতর আহত জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ আজ উপাচার্যের কড়া সমালোচনা করে এই দাবি তোলেন। তাঁর কথায়, এই উপাচার্য সঙ্ঘের এজেন্ট। গতকাল আমরা তাঁর কাছে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করে সাহায্য চেয়েও পাইনি। হস্টেলের বাইরে যখন এবিভিপি গুন্ডারা জড়ো হচ্ছিল তখন তাঁকে ও রেজিস্ট্রারকে আমরা জানাই। কেউ সাহায্য করেনি। দিল্লি পুলিশকে জানানোর পরও তারা আসেনি। এরপরেই ভয়ঙ্কর ঘটনা ঘটে। এই উপাচার্যকে আমরা আর চাই না।

আরও পড়ুন-অভিযোগ দায়ের, চিহ্নিত দুষ্কৃতীরা, তবু জেএনইউ হামলায় গ্রেফতার শূন্য
