জেএনইউতে এবিভিপির তাণ্ডব সর্বভারতীয় স্তরে বিরোধীদের এক হওয়ার ইস্যু হাতে তুলে দিল। এইমসে দাঁড়িয়ে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়ে দিলেন, ছাত্ররা তো তাদের মতো আন্দোলন করবে। আমরাও সর্বভারতীয় স্তরে এই ন্যক্কারজনক হামলার বিরুদ্ধে নামব। ছাত্রদের মধ্যে মাঝে মধ্যে হাতাহাতি হওয়াটা স্বাভাবিক। কিন্তু যেভাবে রাতের অন্ধকারে মুখে কাপড় বেঁধে হামলা হল, তা গোটা দেশ বিস্মিত। রাতেই কংগ্রেস নেতাদের সঙ্গে কথা হয়েছে। অখিলেশ যাদবের সঙ্গে কথা হয়েছে। কথা হবে কেজরিওয়ালের সঙ্গে। কথা হবে জনতা দলের সঙ্গে। আমরা আলোচনা করে কালকেই পথে নামব।
