Tuesday, November 18, 2025

আত্মঘাতী হামলাকারী নিয়ে সমাজের ধারণা ভুল! ভিডিও প্রকাশ উমরের

Date:

দিল্লির লালকেল্লার (Delhi Red Fort) কাছে বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। সেই বিস্ফোরণে মূল চক্রী চিকিৎসক তথা আত্মঘাতী জঙ্গি উমর-উন-নবির (Umar Nabi) ভিডিও বার্তা হঠাৎই প্রকাশ্যে। স্যোশাল মিডিয়া (Social Media) হ্যান্ডেল টেলিগ্রামে এই ভিডিও বার্তা প্রকাশ পেয়েছে। অনুমান করা হচ্ছে আত্মঘাতী হামলার বেশ কিছুদিন আগেই সে এই বার্তা রেকর্ড করায়। সেখানে স্পষ্ট ইংরাজি উচ্চারণ কেন আত্মঘাতী বোমারু তৈরি করা হয়, সেই সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে সে। একই সঙ্গে আত্মঘাতী বোমারুদের নিয়ে বেশির ভাগেরই ভুল ধারণা রয়েছে বলেও ভিডিওতে (Video) দাবি উমরের।

ভিডিও-তে দেখা যাচ্ছে একটি ঘরে বসে রয়েছে উমর। পরনে কালো টি শার্ট (T-Shirt), তাতে ল্যাপেল লাগানো। ক্যামেরার (Camera) সামনে বসে শান্ত ভাবে কথা বলে চলেছে সে। বলছে, বেশির ভাগেরই আত্মঘাতী বোমারুদের নিয়ে ভুল ধারণা রয়েছে। যাদের আত্মঘাতী বোমারু বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তারা আসলে ইসলামের এক এক জন শহিদ!

তবে উমর জানায়, আত্মঘাতী হামলার সবচেয়ে বড় সমস্যা হল, কোনও ব্যক্তি আগেই জেনে যায়, তার মৃত্যু একটি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে হবে। তখন তাকে এক ভয়ানক মানসিক অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। তখন সে বুঝতে পারে এই মৃত্যুই তার একমাত্র গন্তব্য। একটা বিশেষ উদ্দেশ্যে বিশেষ পরিস্থিতির মধ্যে তাকে মৃত্যুবরণ করতে হয়। আর তাকে শুধু আত্মঘাতী হামলাকারী বলে দাগিয়ে দেওয়া হয়। এটাই আত্মঘাতী হামলা নিয়ে সমাজের ভুল ধারণা- মত উমরে।
আরও খবরঅন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত মাওবাদী কমান্ডার মাদভি হিডমা

১০ নভেম্বর লালকেল্লার সামনে গাড়িবোমা বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়। মৃত্যু হয়েছে আত্মঘাতী জঙ্গি উমরেরও। তদন্তকারীদের অনুমান, বিস্ফোরণের সিদ্ধান্ত নেওয়ার পরেই এই ভিডিও করে জম্মু-কাশ্মীরের পুলওয়ামার কোলি গ্রামের বাসিন্দা উমর। ছোটবেলা থেকে শান্ত, পড়ুয়া বলেই পরিচিত উমরের ইদানীং গতিবিধি বদলে গিয়েছিল। ফরিদাবাদ থেকে দিল্লি মাঝেমধ্যেই যাতায়াত করত। রামলীলা ময়দান, সুনহড়ী মসজিদেও যায়।

Related articles

প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগে সুখবর: ৫০ হাজার কর্মসংস্থানের আশ্বাস, বুধবার থেকে পোর্টালে আবেদন গ্রহণ

প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ নিয়ে সুখবর। বুধবার, থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ...

দিতিপ্রিয়া-জিতু দ্বন্দ্ব সমাধানের বৈঠক নিষ্ফলা! মাঝপথেই বেরিয়ে গেলেন অভিনেতা

টেলিপর্দার জনপ্রিয় জুটি আর্য-অপর্ণার ভবিষ্যৎ কি, ব্যক্তিগত দ্বন্দ্বের জল গড়িয়েছিল চ্যানেল ও প্রযোজনা সংস্থার মিটিং পর্যন্ত। কিন্তু 'চিরদিনই...

স্বাস্থ্যক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলার শ্রীবৃদ্ধি! উদ্যোগের খতিয়ান পোস্ট তৃণমূলের

রাজ্যে উত্তর থেকে দক্ষিণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে উন্নয়ন চোখে পড়ার মতো। স্বাস্থ্যক্ষেত্রেও (Heath Sector) হয়েছে...

হাসিনার সাজা ঘোষণার পরই অগ্নিগর্ভ বাংলাদেশ, ঘটল মৃত্যুর ঘটনাও

২০২৪ সালের জুলাই মাস থেকেই উত্তপ্ত বাংলাদেশ। সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) ফাঁসির সাজা ঘোষণার...
Exit mobile version