একটা সময়ে যে মাওবাদী কমান্ডার বস্তারে ভারতীয় বাহিনীর রাতের ঘুম কেড়েছিলেন তিনি মাদভি হিডমা(Madvi Hidma)। অবশেষে অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত সেই মাদভি হিডমা(Madvi Hidma)। সূত্রের খবর, ২৬টি সশস্ত্র হামলার নেপথ্যে থাকা শীর্ষ মাওবাদী কমান্ডার মাদভি হিডমা অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামারাজু জেলায় এনকাউন্টারে প্রাণ হারান।
অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার সংযোগস্থলের কাছে মারেদুমিল্লি জঙ্গলে মাওবাদীদের এবং অন্ধ্রপ্রদেশ পুলিশের সংঘর্ষ হয়। কমপক্ষে ছয় মাওবাদীর মৃতদেহ পাওয়া গিয়েছে এবং অভিযান এখনও চলছে। অন্ধ্রপ্রদেশ পুলিশের ডিজি হরিশ কুমার গুপ্তা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। গোলাগুলিতে একজন শীর্ষ মাওবাদী নেতা সহ ছয় মাওবাদী নিহত হয়েছেন। অভিযান চলছে।
২০২১ সালে গেরিলা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২২জন সদস্য নিহত হয়েছিলেন আর তার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল মাদভি হিডমাকে। ৫৫ বছরের এই আদিবাসী কমান্ডার গত দু’দশকে প্রায় ২৭টি বড় বড় হামলার সঙ্গে যুক্ত ছিলেন। গোয়েন্দাদের কাছে তাঁর মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা তাঁর হাতেই তৈরি হয়েছেন, সুকমা অঞ্চলের একাধিক গেরিলা নেতা যার মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি।
হিডমা বেশ কয়েকটি বড় মাওবাদী হামলায় বিশেষ ভূমিকার জন্য পরিচিত। এর মধ্যে রয়েছে ২০১০ সালে দান্তেওয়াড়ায় হামলা, যেখানে ৭৬ জন সিআরপিএফ জওয়ান নিহত হন এবং ২০১৩ সালে ঝিরাম ঘাটিতে হামলা, যেখানে শীর্ষস্তরের কংগ্রেস নেতা সহ ২৭ জন নিহত হন। ২০২১ সালে সুকমা-বিজাপুরে হামলায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যেখানে ২২ জন নিরাপত্তা কর্মী নিহত হন।
–
–
–
–
–
–
