Tuesday, November 18, 2025

“সীমাহীন সুরেলা সফর চিরস্মরণীয়”, জন্মদিনে জুবিনকে স্মরণ মমতার

Date:

দু’মাস আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বহুমুখী প্রতিভার শিল্পী জুবিন গর্গ। বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গিয়েছেন বলিউডের সংগীত শিল্পী। অকালপ্রয়াত সঙ্গীত প্রতিভা জুবিন গর্গের মৃত্যুর পর তাঁর এই প্রথম জন্মদিন আর এই দিনটিকে শ্রদ্ধায় স্মরণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee )।

মঙ্গলবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banarjee ) লেখেন, ”বহুমুখী সঙ্গীত প্রতিভা জুবিন গর্গের জন্মদিনে সকলের মন জুড়ে রয়েছেন তিনি। তাঁর সীমিত জীবনে সীমাহীন সুরেলা সফর চিরস্মরণীয়।”

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে দুর্ঘটনায় প্রাণ হারান জাতীয় স্তরে বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনও কিছুটা রয়েছে। নেপথ্যে কোনও ষড়যন্ত্র আছে কিনা সেই নিয়ে কাটাছেঁড়া চলছে। কিন্তু সেই সবকিছুর উর্ধ্বে জুবিনের মতো প্রতিভাকে হারানো দেশের সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি বলা বাহুল্য।

উল্লেখ্য, অসমের কোকরাঝাড়ে জুবিন গর্গকে শ্রদ্ধা জানাতে গৌরাঙ্গ নদীর তীরে ৩০ বিঘা জমির ওপর একটি বিশেষ ‘জুবিন গর্গ পার্ক’ তৈরী করা হচ্ছে। শিল্পীর ৫৩তম জন্মদিন উপলক্ষে ১৮ নভেম্বর এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করতে চলেছে বিটিসি। এদিন বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতীকী শ্রদ্ধা হিসেবে ৫৩টি নাহোর গাছের চারা বসানো হবে।

Related articles

হাসিনার সাজা ঘোষণার পরই অগ্নিগর্ভ বাংলাদেশ, ঘটল মৃত্যুর ঘটনাও

২০২৪ সালের জুলাই মাস থেকেই উত্তপ্ত বাংলাদেশ। সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) ফাঁসির সাজা ঘোষণার...

অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত মাওবাদী কমান্ডার মাদভি হিডমা

একটা সময়ে যে মাওবাদী কমান্ডার বস্তারে ভারতীয় বাহিনীর রাতের ঘুম কেড়েছিলেন তিনি মাদভি হিডমা(Madvi Hidma)। অবশেষে অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে...

মঙ্গলবার থেকে শুরু একাদশ-দ্বাদশের নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া

মঙ্গলবার থেকে শুরু হল এসএসসি(SSC) একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। ইতিমধ্যেই কুড়ি হাজার নামের তালিকা প্রকাশ...

স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

১৯১০ সালে ১৮ নভেম্বর বর্ধমানে জন্ম ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা ভগৎ সিং সহকারী বটুকেশ্বর দত্তর। আজ বটুকেশ্বর...
Exit mobile version