মেঘলা কাটতেই জাঁকিয়ে পড়ছে ঠাণ্ডা। একদিকে কনকনে ঠাণ্ডা, পাশাপাশি কুয়াশার দাপট। কিন্তু এই শীতের সুখ বেশিদিন থাকবে না। বুধবারের পর শীত কমে যাবে বলেই বক্তব্য আবহাওয়া দফতরের। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে মাঝে মধ্যেই মেঘলা আকাশ থাকবে। জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।