Sunday, May 4, 2025

মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এ কী বললেন কপিলমুণি আশ্রমের মহন্ত!

Date:

এবার ধর্মীয় তাসেই বিজেপিকে মাত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে দাঁড়িয়েই কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন গঙ্গাসাগরের কপিলমুণি আশ্রমের মহন্ত জ্ঞানদাস। সোমবার, সেখানে পৌঁছে মন্দির দর্শন করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের মন্তব্য জানানোর পরেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কপিলমুণি আশ্রমের মহন্ত। সরাসরি বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন, “নোট বন্দি কিঁউ কিয়া?” এরপরেই তিনি বলেন, সাধু-সন্তরা মানুষে, মানুষে বিভেদ মানেন না। ভুল বুঝিয়ে বিভেদের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের সামনে মমতা বন্দোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে মন্তব্য করলেন মহন্ত জ্ঞানদাস। তিনি বলেন, এনআরসি, সিএএ-র মতো বিভেদ তিনি সমর্থন করেন না। মহন্তর অভিযোগ, তাঁর পুরনো ছবি ব্যবহার করে তাঁকে সমর্থক বলে দাবি করে ভুয়ো প্রচার চালাচ্ছে বিজেপি। একই সঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিনতেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডের মাধ্যমে, সাগর মেলায় উন্নয়ন ও যাতায়াতের মধ্যে দিয়ে তিনি মমতাকে জেনেছেন। গৃহত্যাগী সন্ন্যাসী হিসেবে জাত-পাত বিভেদ তিনি মানেন না। ভেদাভেদ ভারতের সনাতন ঐতিহ্য নয়। বিভেদ মুক্ত সমাজ গড়লে তবেই ‘রাম-রাজত্ব’ প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন কপিলমুণির আশ্রমের মহন্ত।

যোগী আদিত্যনাথই হোন, প্রজ্ঞা ঠাকুর বা উমা ভারতী অথবা যোগগুরু রামদেব—ধর্মীয় গুরুদের বারবার নিজেদের দলে টেনেছে বিজেপি। উল্টোদিকে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেশ জুড়ে যখন ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে গেরুয়া শিবির তখন, মহন্ত জ্ঞানদাসকে দিয়েই তৃণমূল নেত্রী সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, জেএনইউ নিয়ে ট্যুইট দিল্লি পুলিশের আইনজীবীর!

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version