Sunday, May 4, 2025

দিল্লির ভোটেও বিজেপির শোচনীয় হার, বলছে সমীক্ষা, কণাদ দাশগুপ্তের কলম

Date:

Share post:

কণাদ দাশগুপ্ত

নিজেদের অবস্থানে ‘অনড়’ ভারতীয় জনতা পার্টি৷
২০১৯ সালে যেখানে শেষ করেছে, ঠিক সেখান থেকেই শুরু করতে চলেছে ২০২০ সাল৷ মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের পর এবার দিল্লিতেও নিভে যাওয়ার পথে গেরুয়া- দেউটি৷

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর বিধানসভা নির্বাচনগুলিতে কিছুতেই নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে পারছেন না মোদি-শাহ৷ পরের পর ভেঙ্গে পড়ছে বিজেপি- দুর্গ৷ নাগরিকত্ব আইন আর NRC, NPR নিয়ে গোটা দেশ যখন ফুঁসছে, সেই সন্ধিক্ষণেই সামনে এসেছে রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচন৷ মোদি-শাহ দিল্লির ভোটে গেরুয়া পতাকা তুলতে পারলে বিব্রতকর পরিস্থিতি কিছুটা কাটাতে পারতেন৷ কিন্তু তেমন আর হচ্ছে কোথায়?

বিজেপির চিন্তা লাখো গুন বাড়িয়ে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট-পূর্ব সমীক্ষা জানালো, আগামী 11ফেব্রুয়ারি, দিল্লি- ভোটের ফলপ্রকাশের দিনটি হবে মোদি-শাহের রাজনৈতিক জীবনের কালো দিন৷ দিল্লিতে শোচনীয়ভাবে পরাজিত হতে চলেছে বিজেপি৷ ২০১৪ সালে মোদি প্রথমবার ক্ষমতায় আসার পর, ২০১৫-র দিল্লির ভোটে বিজেপি মাত্র 3টি আসন পেয়েছিলো ৷ ২০১৯ সালে দ্বিতীয়বার সেই মোদি-ই প্রধানমন্ত্রী হওয়ার পর, ২০২০ সালের দিল্লির ভোটেও বিজেপি হালে পানি পাচ্ছে না৷ তবে আসনসংখ্যা বৃদ্ধি পেতে পারে৷ ২০১৫তে পাওয়া বিজেপির ৩টি আসন, ২০২০ সালে বেড়ে দাঁড়াতে পারে ৮ আসনে৷ দিল্লি বিধানসভার মোট আসনসংখ্যা ৭০টি৷

দিল্লি বিধানসভা নির্বাচনের দিন ঘোষনার পরই সেখানে ‘ভোট-পূর্ব সমীক্ষা’ চালায় C-VOTER সংস্থা ৷ সেই সমীক্ষার রিপোর্ট বলছে, কেজরি-মুক্ত দিল্লি তো দূরের কথা, এবারও দিল্লিতে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই-ই করতে হবে কেন্দ্রের শাসক দল বিজেপিকে৷ গত ২০১৫-র দিল্লির ভোটে ৭০ টি আসনের মধ্যে একক ভাবে AAP পেয়েছিল ৬৭ আসন। বিজেপি পেয়েছিল ৩ আসন। এবারের দিল্লি বিধানসভা নির্বাচন বিজেপি’র কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ৷ দিল্লি নির্বাচন গেরুয়া শিবিরের কাছে সম্মান রক্ষার লড়াই।

C-VOTER-এর জনমত সমীক্ষা বলছে, দিল্লিবাসী পত্রপাঠ বিদায় করতে চলেছে ভারতীয় জনতা পার্টিকে৷ বিজেপি এবার দিল্লিতে ১০টিরও কম আসন লাভ করতে পারে৷ এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে পারে AAP বা আম আদমি পার্টি৷
সমীক্ষায় বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে ৫৯টি আসন লাভ করতে পারে আম আদমি পার্টি৷ টিমটিম করে জ্বলবে বিজেপির প্রদীপ৷ কোনওক্রমে ৮ টি আসনে জয় মিলতে পারে গেরুয়া শিবিরের। কংগ্রেসের কপাল আরও খারাপ৷ পেতে পারে ৩ টি আসন। ২০১৫-তে অবশ্য খাতা খুলতেই ব্যর্থ হয়েছিলো কংগ্রেস৷

সমীক্ষা বলছে, AAP এবার ৫৪ থেকে ৬৪ টি আসন লাভ করতে পারে। আনুমানিক ৫৯ টি আসনে AAP-র জয় নিশ্চিত। বিজেপিকে ৩ থেকে ১৩ টি আসনের মধ্যেই থাকতে হবে। কংগ্রেস পেতে পারে ০ থেকে ৬টি আসন।

শুধু আসনপ্রাপ্তির নিরিখেই নয়, প্রাপ্ত ভোট-শতাংশেও বিজেপির থেকে বেশ কয়েক গুন এগিয়ে আম আদমি পার্টি। বিজেপি আসন্ন দিল্লির ভোটে মেরেকেটে ২৬ শতাংশ ভোট পেতে পারে৷ উল্টোদিকে মোদি-শাহের থেকে প্রায় দ্বিগুণ এগিয়ে কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ AAP পেতে পারে ৫৪ শতাংশ ভোট। কংগ্রেস ৫% ভোট পেতে পারে।

দিল্লির আগামী মুখ্যমন্ত্রী নিয়েও C-VOTER সমীক্ষা করেছে৷ সেখানেও আম আদমি পার্টির থেকে কয়েক যোজন পিছিয়ে বিজেপি। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেই ফের মুখ্যমন্ত্রী পদে পছন্দ করেছেন ৭০% দিল্লিবাসী৷ অন্যদিকে, বিজেপি’র হর্ষবর্ধনকে মাত্র ১০ শতাংশ ভোটার এই পদে চেয়েছেন৷ দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারিকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন মাত্র ১% দিল্লিবাসী৷
কংগ্রেসের অজয় মাকেনকে পছন্দ করেছেন ৭.১% মানুষ৷

C-VOTER-এর এই সমীক্ষায় উদ্বিগ্ন গেরুয়া নেতারা৷। এ ধরনের সমীক্ষা অনেকক্ষেত্রেই মেলেনা৷ এটাই এখন বিজেপি’র একমাত্র ভরসা৷ তবে AAP-এর সঙ্গে বিজেপি’র যতখানি ফারাক দেখা যাচ্ছে, তা মেক-আপ করা কার্যত অসম্ভব বলেই মনে করছে অতি-সক্রিয় বিজেপি-প্রেমীও৷

আরও পড়ুন-রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে ইরানের বিদেশমন্ত্রীকে আটকাতে কী করল আমেরিকা?

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...