Friday, November 21, 2025

জেএনইউ কাণ্ড নিয়ে সারা দেশের পাশাপাশি এশহরেও পড়ুয়ারা প্রতিবাদে পথে নেমেছেন। যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই ঘটনার প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে পথে নেমেছেন। পড়ুয়া, সিপিএম ও বিজেপি-তিন মিছিল ঘিরে সোমবারই ধুন্ধুমার হয়ে উঠেছিল যাদবপুরের সুলেখা মোড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন পড়ুয়া আহত হন বলেও অভিযোগ।মঙ্গলবার ঘটনার নিন্দা প্রকাশ করে পুলিশকে আরও সংযত থাকার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরে পুলিশও ঘটনার দুঃখপ্রকাশ করে।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকুক এটা সরকার চায় না। তিনি বলেন, গতকালই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। পুলিশকে অনেক বেশি সংযত থাকতে হবে। এখনও ধৈর্য আছে, কিন্তু এরকম চললে ভেবে দেখতে হবে। পুলিশ যেভাবে শান্ত থাকতে বলেছেন তা কোথাও দেখিনি । গতকাল যা হয়েছে তা সমর্থনযোগ্য নয়। পড়ুয়াদের ওপর পুলিশি হস্তক্ষেপ ঠিক নয়। পুলিশকে সংযত থাকার নির্দেশ দিয়েছেন সিপি।
এরই পাশাপাশি, রাজ্যপাল জগদীপ ধনকড় একাধিকবার যে সুরে কথা বলেছেন তাতে শাসকদলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়ে বই কমেনি। বৃহস্পতিবার বামেরা এই ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘট ডেকেছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা বনধকে সমর্থন করি না।তিনি অভিযোগ করে বলেন, রাজ্যপাল কোনও রাজনৈতিক নেতা নন।বরং প্রশ্ন তোলেন, বিজেপি শাসিত রাজ্যে কোথাও কেউ গ্রেফতার হয়েছে । রাজ্যপাল এরকম করলে সুসম্পর্ক থাকবে না ।

Related articles

অবশেষে প্রকাশিত হচ্ছে SSC নবম–দশম-এর নিয়োগ পরীক্ষার ফল

অবশেষে নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার (Exam) ফল ঘোষণার দিনের আভাষ মিলল। শিক্ষা দফতর সূত্রে খবর, স্কুল সার্ভিস...

বাংলাদেশে ভূমিকম্পের জেরে মৃত্যু ৬ জনের! আহত ৫০

বাংলাদেশে (Bangladesh)ভূমিকম্পের( Earthquake) জেরে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত আরও ৫০ জন। শুক্রবার ঢাকার কসাইটুলি এলাকায় একটি বহুতলের...

পুরোপুরি সুস্থ হননি, শ্রেয়সকে মাঠের বাইরে থাকতে হবে দু’মাস!

শুভমান গিলের চোটের মধ্যেই অস্বস্তি অব্যাহত শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer )নিয়েও। অস্ট্রেলিয়া সিরিজে চোট পেয়েছিলেন শ্রেয়স (Shreyas Iyer...

SIR আতঙ্ক: ভোটার তালিকায় নাম জটিলতায় দুই মৃত্যু রাজ্যে

রাজ্যে অব্যাহত মৃত্যু মিছিল। নির্বাচন কমিশনের তৈরি করা এসআইআর ষড়যন্ত্রের শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন বাংলার মানুষ। পথে ঘাটে...
Exit mobile version