Friday, May 23, 2025

জেএনইউ কাণ্ড নিয়ে সারা দেশের পাশাপাশি এশহরেও পড়ুয়ারা প্রতিবাদে পথে নেমেছেন। যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই ঘটনার প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে পথে নেমেছেন। পড়ুয়া, সিপিএম ও বিজেপি-তিন মিছিল ঘিরে সোমবারই ধুন্ধুমার হয়ে উঠেছিল যাদবপুরের সুলেখা মোড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন পড়ুয়া আহত হন বলেও অভিযোগ।মঙ্গলবার ঘটনার নিন্দা প্রকাশ করে পুলিশকে আরও সংযত থাকার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরে পুলিশও ঘটনার দুঃখপ্রকাশ করে।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকুক এটা সরকার চায় না। তিনি বলেন, গতকালই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। পুলিশকে অনেক বেশি সংযত থাকতে হবে। এখনও ধৈর্য আছে, কিন্তু এরকম চললে ভেবে দেখতে হবে। পুলিশ যেভাবে শান্ত থাকতে বলেছেন তা কোথাও দেখিনি । গতকাল যা হয়েছে তা সমর্থনযোগ্য নয়। পড়ুয়াদের ওপর পুলিশি হস্তক্ষেপ ঠিক নয়। পুলিশকে সংযত থাকার নির্দেশ দিয়েছেন সিপি।
এরই পাশাপাশি, রাজ্যপাল জগদীপ ধনকড় একাধিকবার যে সুরে কথা বলেছেন তাতে শাসকদলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়ে বই কমেনি। বৃহস্পতিবার বামেরা এই ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘট ডেকেছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা বনধকে সমর্থন করি না।তিনি অভিযোগ করে বলেন, রাজ্যপাল কোনও রাজনৈতিক নেতা নন।বরং প্রশ্ন তোলেন, বিজেপি শাসিত রাজ্যে কোথাও কেউ গ্রেফতার হয়েছে । রাজ্যপাল এরকম করলে সুসম্পর্ক থাকবে না ।

Related articles

পুলিশ মহলে উৎসাহ জোগাবে: এভারেস্ট জয়ী দেহরক্ষী লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা CP মনোজ বর্মার

মাউন্ট এভারেস্ট জয় করে কলকাতা পৌঁছালেন কলকাতার পুলিশ কমিশনারের দেহরক্ষী লক্ষীকান্ত মণ্ডল (Lakkhikanta Mandol)। লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা জানাতে শুক্রবার...

সন্তোষ জয়ী বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীলরা

সন্তোষ জয়ী(Santosh Trophy) বাংলা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা(Sunil Chetri)। আগামী ফিফা উইন্ডোতে দুটো ম্যাচ খেলবে...

Apple-কে ২৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের! চাপ বাড়ল ভারতের

অ্যাপেলের (Apple) ফোন উৎপাদন করতে হবে আমেরিকাতেই। নাহলে গুনতে হবে ২৫ শতাংশ শুল্ক (tariff)! প্রকাশ্যে মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে...

নমুনা পরীক্ষায় ব্যর্থ ৫১টি ওষুধ! ২৫টি ওষুধ বন্ধের নির্দেশ রাজ্য ড্রাগ কন্ট্রোলের

ফের বন্ধ হতে চলেছে ২৫ টি ওষুধ। চলতি মাসের ১৯ তারিখ রাজ্য ড্রাগ কন্ট্রোল (drug control) বিভাগের তরফ...
Exit mobile version