Sunday, November 16, 2025

“এই জেএনইউ আমার অচেনা” ডঃ সুদেষ্ণা মুখোপাধ্যায়, জেএনইউ-এর প্রাক্তনী

Date:

ডঃ সুদেষ্ণা মুখোপাধ্যায়

গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। এটাই ‘আমার’ বিশ্ববিদ্যালয়। সেখানেই জীবনের খুব গুরুত্বপূর্ণ ও সুন্দর সময় কাটিয়েছি আমি, আমরা। কিন্তু এই জেএনইউ-কে আমি চিনি না। ক্যাম্পাসে এই হিংসা, রক্তপাত আমার সম্পূর্ণ অচেনা। আমাদের সময়েও রাজনৈতিক মতাদর্শের বিভেদ ছিল। আর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চিরকালই রাজনৈতিক ভাবে সচেতনতা তৈরির একটা জায়গা। স্পষ্ট রাজনৈতিক মেরুকরণ ছিল আমাদের সময়ও। আবার যাঁরা সরাসরি রাজনীতিতে যুক্ত নন, তাঁরাও স্বাধীনভাবে তাঁদের মত প্রকাশ করতে পেরেছেন। তর্ক-বিতর্ক হয়েছে, মিটিং-মিছিল হয়েছে, কিন্তু এভাবে নিগৃহীত হতে হয়নি পড়ুয়াদের।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সারারাত খোলা থাকে। প্রোজেক্ট তৈরির সময় রাত তিনটেতেও আমরা দু-তিনটি মেয়ে মিলে সেখানে গিয়েছি, লেখাপড়া করেছি- কোথাও, কখনও নিরাপত্তাহীনতায় ভুগিনি। মাঝরাতে বিশ্ববিদ্যালয়ে চত্বরে হেঁটে বেড়াতে ভয় পায়নি। কিন্তু এটা কী? মেয়েদের হস্টেলে দুষ্কৃতীরা ঢুকে মারধর করছে, ভাঙচুর করেছে এটা দুঃস্বপ্নেও ভাবিনি। এই জেএনইউ-কে আমি চিনি না। রাজনীতির মধ্যে যাচ্ছি না। কোন দলের সদস্যরা কোন দলকে আক্রমণ করেছে- সেই বিষয়টি পাশে সরিয়ে রেখেই বলছি, ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের মারধর করা হচ্ছে, আর সেটা হচ্ছে জেএনইউ-তে। এটা ভাবতেই পারছি না।

আমি নিজেও এখন বেঙ্গালুরুর বিশ্ববিদ্যালয়ে পড়াই। একজন কো-অর্ডিনেটর বা অধ্যাপিকা হিসেবে বলতে পারি, ছাত্রছাত্রীদের দায়িত্ব অধ্যক্ষ, উপাচার্য, অধ্যাপকদের। এক্ষেত্রে জেএনইউ-র উপাচার্য জগদেশ কুমারের ভূমিকাতেও আমি হতবাক। তিনি কেন সামনে এসে বিবৃতি দিচ্ছেন না? উপাচার্য নিজেই যদি ভয় পান, তাহলে পড়ুয়াদের নিরাপত্তা দেবেন কীভাবে! সবশেষে এটুকুই বলতে পারি, এই পরিস্থিতির বদল হোক। শুধু বিশ্ববিদ্যালয় নয়, সব শিক্ষা প্রতিষ্ঠানেই পড়ুয়ারা যেন নিরাপদে থাকে। আমার তারুণ্যের সব ভালোমন্দের সাক্ষী জেএনইউ দ্রুত পুরনো, চেনা চেহারায় ফিরে আসুক তাই চাই।

আরও পড়ুন-জেএনইউ-তে ঐশী ঘোষের উপর হামলা ‘সাজানো নাটক’ বলে মন্তব্য দিলীপের

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version