Thursday, August 21, 2025

ভাটপাড়া পুরসভা কার দখল কার হাতে থাকবে, আজ মঙ্গলবার তা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ বেলা 1টায় ভাটপাড়া পুরসভায় ফের আস্থা বৈঠক করতে হবে পুরপ্রধানকে।

এদিকে জানা গিয়েছে, আজ ভোটাভুটিতে বিজেপির কোনও কাউন্সিলর উপস্থিত থাকবেন না৷ বারাকপুরের বিজেপি সাংসদ তথা ভাটপাড়ার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সিং বলেছেন, ‘যেখানে চেয়ারম্যান 20 জানুয়ারি অনাস্থার তলবি সভা ডেকেছেন, সেখানে নতুন করে এ সব প্রক্রিয়ার কোনও মানে হয় না। মঙ্গলবারই আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি।”

সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই আস্থা বৈঠকের নির্দেশ দিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনকে নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করতে বলেছে৷ দিয়েছে। সব দলের কাউন্সিলরদের আস্থা বৈঠকের কথা জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে পুর দপ্তরকে। বৈঠকে হাজির থাকতে হবে জেলাশাসককে। আস্থা বৈঠকে কী হল এবং তাঁর বক্তব্য মুখবন্ধ খামে বৃহস্পতিবার হাইকোর্টে জমা দিতে হবে জেলাশাসককে।

◾গত 2 জানুয়ারি তৃণমূল 19-0 ফলে বিজেপি-র চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভোটে জয়ী হয়।

◾ওই বৈঠকের নোটিশ চ্যালেঞ্জ করে সে দিনই হাইকোর্টে মামলা করেন বিজেপির কাউন্সিলররা।

◾বিচারপতি অরিন্দম সিনহার সিঙ্গল বেঞ্চ সেই নোটিস খারিজ করে চেয়ারম্যানের বিরুদ্ধে হওয়া ওই অনাস্থা বৈঠক খারিজ করে দেয়।

◾সেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে তৃণমূল।

◾ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠতা যার সঙ্গে থাকবে তিনিই ক্ষমতায় থাকবেন, যার সঙ্গে তা থাকবে না তাকে সরে যেতে হবে। 2 জানুয়ারির সভায় এটা স্পষ্ট যে চেয়ারম্যানের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা ছিল না।

◾আদালত এই পর্যবেক্ষণের পরেই 24 ঘণ্টার মধ্যে নতুন করে আস্থা বৈঠক ডাকার নির্দেশ দেয়।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version