Monday, August 25, 2025

JNU হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলল সিপিএম। ঘটনার পর 48 ঘন্টা কেটে গিয়েছে, তবুও মোদির এই রহস্য-নীরবতা দেখে সিপিএম অভিযোগ তুলেছে, “হয় মোদি এই ঘটনার ‘সমর্থক‘, নতুবা এই নীরবতা মোদির ‘অপদার্থতা’র বহির্প্রকাশ”।

সিপিএমের অভিযোগ, “মোদির নীরবতা আসলে উচ্চস্বরে অনেক কথা বলছে। প্রধানমন্ত্রী তাঁর আবাস থেকে কয়েক কিলোমিটার দূরে পড়ুয়াদের উপর হামলার ঘটনার পরেও নীরব৷ এই নীরবতার দুটো ব্যাখ্যা আছেন হয় এভাবে মুখ বন্ধ রাখার মধ্যে কোনও জটিল ইঙ্গিত রয়েছে, অথবা তিনি বুঝেছেন এ ঘটনা নিয়ে কোনও ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী পুরোপুরি অক্ষম”।

সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মঙ্গলবার এক টুইটারে লিখেছেন “এটি এখন স্পষ্টভাবেই প্রকাশ্যে চলে এসেছে যে প্রশাসন সমর্থিত ABVP গুন্ডারা JNU-এর পড়ুয়াদের উপর হামলা চালিয়েছিল। কেন্দ্রীয় সরকার-সহ অন্যান্য দোষীদের বিচারের আওতায় আনতে হবে”।
JNU- হামলার ঘটনায় প্রতিবাদে দেশজুড়েই প্রতিবাদ হচ্ছে৷ দিল্লির এমন প্রতিবাদের একটি ছবি ট্যাগ করে ইয়েচুরি অন্য একটি টুইটে লিখেছেন,”এটি ভারতের প্রতিটি শহর, প্রতিটি শহরের গল্প। এখন তাদের ‘মান কি বাত’ এখন রাস্তায়”!
প্রসঙ্গত, হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ এখনও কোনও ব্যবস্থা না নিলেও, JNU ছাত্র সংসদের সভানেত্রী তথা হামলায় গুরুতর আহত ঐশী ঘোষের বিরুদ্ধে সম্পত্তি নষ্টের অভিযোগে রবিবার সকালেই FIR দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version