Tuesday, August 26, 2025

JNU হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলল সিপিএম। ঘটনার পর 48 ঘন্টা কেটে গিয়েছে, তবুও মোদির এই রহস্য-নীরবতা দেখে সিপিএম অভিযোগ তুলেছে, “হয় মোদি এই ঘটনার ‘সমর্থক‘, নতুবা এই নীরবতা মোদির ‘অপদার্থতা’র বহির্প্রকাশ”।

সিপিএমের অভিযোগ, “মোদির নীরবতা আসলে উচ্চস্বরে অনেক কথা বলছে। প্রধানমন্ত্রী তাঁর আবাস থেকে কয়েক কিলোমিটার দূরে পড়ুয়াদের উপর হামলার ঘটনার পরেও নীরব৷ এই নীরবতার দুটো ব্যাখ্যা আছেন হয় এভাবে মুখ বন্ধ রাখার মধ্যে কোনও জটিল ইঙ্গিত রয়েছে, অথবা তিনি বুঝেছেন এ ঘটনা নিয়ে কোনও ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী পুরোপুরি অক্ষম”।

সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মঙ্গলবার এক টুইটারে লিখেছেন “এটি এখন স্পষ্টভাবেই প্রকাশ্যে চলে এসেছে যে প্রশাসন সমর্থিত ABVP গুন্ডারা JNU-এর পড়ুয়াদের উপর হামলা চালিয়েছিল। কেন্দ্রীয় সরকার-সহ অন্যান্য দোষীদের বিচারের আওতায় আনতে হবে”।
JNU- হামলার ঘটনায় প্রতিবাদে দেশজুড়েই প্রতিবাদ হচ্ছে৷ দিল্লির এমন প্রতিবাদের একটি ছবি ট্যাগ করে ইয়েচুরি অন্য একটি টুইটে লিখেছেন,”এটি ভারতের প্রতিটি শহর, প্রতিটি শহরের গল্প। এখন তাদের ‘মান কি বাত’ এখন রাস্তায়”!
প্রসঙ্গত, হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ এখনও কোনও ব্যবস্থা না নিলেও, JNU ছাত্র সংসদের সভানেত্রী তথা হামলায় গুরুতর আহত ঐশী ঘোষের বিরুদ্ধে সম্পত্তি নষ্টের অভিযোগে রবিবার সকালেই FIR দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version