আশঙ্কা সত্যি হল। সকালে ইরানে ভেঙে পড়া ইউক্রেনের যাত্রীবাহী বিমানের 180 জন যাত্রী ও কর্মীরই মৃত্যুর খবর এসেছে। কারিগরি ত্রুটিতেই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। তবে যেহেতু আমেরিকার সঙ্গে সংঘাত চলছে, তাই অন্য জল্পনাও রয়েছে। তেহরান বিমানবন্দর থেকে ওড়ার পরেই এদিন বিমানটি ভেঙে পড়ে।


