ফের নতুন গানে রাণু! ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়

যাত্রাটা শুরু হয়েছিল রাণাঘাট স্টেশন থেকে। কখনও রিয়ালিটি শো, কখনও ফাংশন৷ রানু মন্ডলের গান একেবারে হিট! এছাড়াও দুর্গাপুজোর জন্য গানও রেকর্ড করেছেন তিনি৷ যা পুজোয় শোনা গিয়েছিল। বেশ কিছু গান তিনি রেকর্ড করে এসেছেন৷ তাকে নিয়ে প্রচারও হয়েছে অনেক৷ হিমেশ রেশমিয়ার সঙ্গে তার গান ইতিমধ্যে সাড়া ফেলেছে৷ হিমেশের হাত ধরেই বলিউড যাত্রা রানুর৷ একের পর এক ভাইরাল হয়েছে তাঁর গলায় গান। কখনও তাঁর গলায় গান শুনে মুগ্ধ হয়েছে গোটা সোশ্যাল মিডিয়া, কখনও বা নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়ে উঠেছেন তিনি।

ফের আরও একবার শুনে নিন তাঁর গলায় ভূপেন হাজারিকা এবং লতা মঙ্গেশকরের গাওয়া গান ‘দেখতো চিনতে পারো কিনা’।

 

আরও পড়ুন-ছিঃ কমরেড! আপনার ছোড়া ইট প্রাণ কাড়তে পারত এক শিশুর