দিল্লি: বনধের ছাপ স্পষ্ট।
গুজরাট: ছাপ কম, কংগ্রেসের মিছিল।
রাজস্থান: একাধিক জায়গায় উত্তেজনা।
কেরল: বনধের ছাপ।
মধ্যপ্রদেশ: ছাপ এলাকাবিশেষে।
উত্তরপ্রদেশ: ছাপ কম। কিছু এলাকায় উত্তেজনা।
ত্রিপুরা: বামেদের মিছিল।
তামিলনাড়ু: ছাপ কম।
কর্ণাটক: ছাপ স্পষ্ট।
অন্ধ্র: ছাপ কম।
মহারাষ্ট্র: বেশ কিছু এলাকা তপ্ত।
বিহার: ছাপ মিশ্র।
ওড়িশা: ছাপ কম।
রেল: বহু এলাকায় অবরোধ শুরু। বিপর্যস্ত।
বিমান: সকালে এখনও বাধা নেই।
জাতীয় সড়ক: ছটি রাজ্যে অবরোধ শুরু।
বন্দর: বনধের ছাপ প্রবল।
কৃষিক্ষেত্র: অধিকাংশ রাজ্যে ছাপ আছে।
শিল্পক্ষেত্র: ছাপ আছে।
চাবাগান: ছাপ নেই।
পরিবহন: গাড়ি, যাত্রী কম।
