আজ দেশব্যাপী বাম- কংগ্রেসের ডাকা সাধারণ ধর্মঘট শুরু হয়ে গিয়েছে। সকাল সাড়ে সাতটায় শহরেই এই বনধের কোনও প্রভাব নেই । কলকাতা বিমানবন্দরে এর কোনও প্রভাব চোখে পড়েনি ।বিমান ধরতে সকাল থেকেই যাত্রীদের ভিড়। শ্যামবাজার পাঁচ মাথার মোড়েও স্বাভাবিক যান চলাচল।বিভিন্ন জায়গায় রেল অবরোধ। ধর্মঘটকারীরা রেলের ওভারহেড তারে কলাপাতা ফেলে। যাদবপুর স্টেশনে বামেদের মিছিল । ফলে রেল চলাচল বিঘ্ন শিয়ালদহ দক্ষিণ শাখায়। যদিও যাদবপুরে যান চলাচল স্বাভাবিক ।
ট্রেন চলাচলে প্রভাব শিয়ালদা মেন শাখাতেও । বারাসত, বেলঘড়িয়া ,শ্যামনগরে চলছে রেল অবরোধ। হাওড়া- বর্ধমান শাখাতেও ব্যাহত ট্রেন চলাচল । হুগলির হিন্দমোটরে সকালবেলায় রেল অবরোধ করল ধর্মঘটকারীরা । হাওড়া- শ্রীরামপুর ব্যাহত রেল পরিষেবা। এরই পাশাপাশি হৃদয়পুরে রেললাইনের ওপর মিলল বোমা। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের নীচে তিনটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে, আতঙ্কে যাত্রীরা।
ট্রেন চলাচল বন্ধ মগরাহাটে।
পূর্ব মেদিনীপুরে হেলমেট পরে বাস চালাচ্ছেন চালকরা । তাদের হেলমেট খুলতে বলায় বচসা বাধে ধর্মঘটকারীরা সঙ্গে। বনধের সমর্থনে বর্ধমানে বেশ কিছুক্ষণ অবরোধ করা হয় জাতীয় সড়ক। সব মিলিয়ে বনধের কোনও প্রভাব সকালে না পড়লেও নাজেহাল সাধারণ মানুষ ।



