আরও এক কেন্দ্রীয় সংস্থা বিক্রি করছে কেন্দ্র

সরকারি সংস্থাকে বাঁচাতে তো পারছেই না মোদি সরকার, দেশের সম্পত্তি, রাষ্ট্রীয় সংস্থা একের পর এক বেচে দেওয়ার কাজ নিপুণ ভঙ্গিতে করে চলেছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে আর একটি সংস্থা বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এই সংস্থাটি হলো নীলাচল ইস্পাত নিগম লিমিটেড। সংস্থার ১০০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। গুরুত্বপূর্ণ হল এমএমটিসিতে এই সংস্থার ৪৯.০৮ শতাংশ অংশীদারি, এমএমডিসিতে ১০.১০%, মেকান ভেলে রয়েছে ০.৬০ শতাংশ শেয়ার রয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে সংস্থা ১২৬ শতাংশ লাভ করেছে।

Previous articleদেশি- বিদেশি পর্যটকদের টানতে রাজ্য সরকারের অভিনব উদ্যোগ
Next articleযাত্রা উৎসব উদ্বোধনে আজ বারাসতে মমতা