জেএনইউর আন্দোলনে নীরব উপস্থিতি। আর তাতেই রাজনৈতিক মহল উত্তাল। গেরুয়াবাহিনী তাঁর আপ কামিং ‘ছপক’ ছবি বয়কটের ডাক দিয়েছে। কিন্তু তাতে আরও বেশি করে সিনেমাটি দেখার আওয়াজ উঠেছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয় তিনটি রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর পুদুচেরি ছবিটিকে ইতিমধ্যেই ট্যাক্স ফ্রি করার কথা ঘোষণা করেছে। ছত্তিশগড় মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেছেন, অ্যাসিড আক্রমণ এই সময়ের সমাজের একটা ব্যধি। তাই তা বন্ধ করতে জনচেতনার প্রয়োজন। সরকার তাই ছবিটিকে ট্যাক্স ফ্রি করার কথা ঘোষণা করেছে। ইতিমধ্যে ছবির নতুন গান রিলিজ হয়েছে, যা বেরোতেই হিট। শুনুন সেই গান…
