Monday, August 25, 2025

সিটি অফ জয় শহর কলকাতা এতদিন বইমেলা, নাট্যমেলা, গান মেলা, খাদ্য মেলার মতো নানান মেলা দেখেছে। এবার সম্পূর্ণ ভিন্নরকমের দৃষ্টিভঙ্গিতে মনের অন্দরের খোঁজ নিতে মানসিক স্বাস্থ্য মেলা শুরু হল এই শহরে। মনের অন্দরের খোঁজ নিতে এবার মন নিয়ে মেলা! দেশের মধ্যে এই প্রথম। কলকাতা শহরে এই মেলায় চারদিন ধরে চলবে মনের ভেতর খুঁজে বেড়ানোর নানান প্রয়াস। যার পোশাকি নাম মানসিক স্বাস্থ্য মেলা বা মেন্টাল হেলথ ফেয়ার।

এই মেলার উদ্দেশ্য মহৎ। মন ভালো রাখার কিংবা মন খারাপ খোঁজার অথবা মানসিক যন্ত্রণাখুঁজে বের করা এবং সেখান থেকে কীভাবে স্বাভাবিক জীবনে ফেরানো যায়, এসব নিয়েই চারদিন ধরে চলবে মন মেলা। ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি উদ্যোগে এবং আইপিজিএমইআর-এর অর্থাৎ এসএসকেএমের সহযোগিতায় দেশের প্রথম মানসিক স্বাস্থ্য মেলা এবার কলকাতায়।

মনের অন্দরের হদিশ পেতে মানসিক স্বাস্থ্য পরীক্ষা, আপনার কতটা আইকিউ রয়েছে, মন খারাপের পিছনে রহস্য কী, সবই বিচার বিশ্লেষণ করবেন চিকিৎসকেরা। এছাড়াও মানসিক স্বাস্থ্যের উপর থাকছে চলচ্চিত্র, নাটক, গানের অনুষ্ঠান, আলোচনা সভা।

কী থাকছে মেলায়?

ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি অধিকর্তা প্রদীপ সাহা বলেন, “মন ভালো রাখতে, মনের যন্ত্রণার খোঁজ নিতে, মন খারাপ কেন হয় তার কারণ খুঁজতেই এই মেলার ভাবনা। এখানে বিভিন্ন স্টলে চিকিৎসকেরা আইকিউ টেস্টের পাশাপাশি মানসিকভাবে সচল রাখার, মন ভালো রাখার উপায় বাতলে দেবেন আপনার বা আপনাদের।

আজ ১০ জানুয়ারি এই মেলার সূচনা হলো রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের হাত দিয়ে।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version