Wednesday, November 5, 2025

অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আবারও নক্ষত্রসমাবেশ ২২শে

Date:

অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২২ জানুয়ারি, ২০২০।ওইদিন দুপুর দুটো থেকে অনুষ্ঠান শুরু হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কনভোকেশন হলে।মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারার ইভোলকো ইনকর্পোরেশন সংস্থার চেয়ারম্যান অর্জুণ মালহোত্রা।তিনি অনুষ্ঠানে দীক্ষান্ত ভাষণ্ দেবেন।ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-র মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ার প্রফেসর ললিত আনন্দ অংশ নেবেন এই সমাবর্তনে।উপস্থিত থাকছেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফেসর সমিত রায়, উপাচার্য মধুসূদন চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট।বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে ডক্টর অফ সায়েন্স তথা ডিএসসি দেওয়া হচ্ছে হিউস্টনের টেগোর সোসাইটির অধিকর্তা রুমা আচার্যকে।

অনুষ্ঠানে মেধার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ অর্থনীতি, বাণিজ্য, কম্পিউটার আপ্লিকেশনস, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, গণজ্ঞাপন ও সাংবাদিকতা, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ভূগোল, ইংরেজি ভাষা ও সাহিত্য, সমাজবিদ্যা, ইতিহাস, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ও প্রশাসন বিষয়ে স্নাতকস্তরে ২৪৪জন এবং স্নাতকোত্তরের ৬৩জন ছাত্র-ছাত্রী ডিগ্রি অর্জন করবেন। একইসঙ্গে স্কুল অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজির ৫০ জন ছাত্র-ছাত্রীকে ডিপ্লোমা দেওয়া হবে।কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেবেন বিশিষ্টরা।১১ ও ১৩ জন কৃতী পড়ুয়াকে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে।

২০১৯ সালের ২১ মে অনুষ্ঠিত হয়েছিল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান।মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা পদ্মবিভূষণ এন আর নারায়ণমূর্তি।সমাবর্তনের দীক্ষান্ত ভাষণ দিয়েছিলেন তিনি।সমাবর্তনে ৭৬ ও ৫১ জন ছাত্র-ছাত্রীকে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়।

আরও পড়ুন-মনের অন্দরের খোঁজ নিতে মেয়রের হাত ধরে সূচনা মন মেলার

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version