নৈহাটি না পোখরান? বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে আতঙ্ক গঙ্গা পাড়ে

নৈহাটি না পোখরান। বৈআইনি বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ ছবি দেখে সেটাই মনে করছেন অনেকে। দেবকে কারখানা থেকে উদ্ধার বাজি ও বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়েই বিপত্তি ঘটে। নৈহাটির গঙ্গাপাড়ে বিস্ফোরণের জেরে অপর তীর চুঁচুড়ায় কম্পন অনুভূত হয়। সেখানে বেশ কয়েকটি বাড়ির কাচ ভেঙে গিয়েছে বলে অভিযোগ।

বুধবার, দেবকে যায় বারাকপুর কমিশনারেটের পুলিশ। সেখান থেকে প্রচুর বাজি ও বিস্ফোরক উদ্ধার করে। উদ্ধার হওয়া বাজি বৃহস্পতিবার গঙ্গার পাড়ে নিষ্ক্রিয় করতে যায় সিআইডি-র বম্ব স্কোয়াড। সেখানেই বিস্ফোরণ হয়। সংলগ্ন অঞ্চলে অনেক বাড়ির কাচ, বাড়ির চাল ভেঙে যায়। আহত হন কয়েকজন। গঙ্গার অপর প্রান্তে চুঁচুড়া ঘাটেও কম্পন অনুভূত। ভেঙে যায় বাড়ির কাচ।

এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে অভিযোগ তাঁদের। প্রথমে এর প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয়রা। পরে, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। বাজি নিষ্ক্রিয় করতে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত ছিল বলে মনে করছেন তাঁরা। যদিও, পুলিশের তরফ থেকে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন-রাজ্য সরকার উদ্বাস্তুদের নাগরিকত্ব দিয়েছে, মধ্যমগ্রামে দাবি মমতার

Previous articleরাজ্য সরকার উদ্বাস্তুদের নাগরিকত্ব দিয়েছে, মধ্যমগ্রামে দাবি মমতার
Next articleবাম ছাত্রদের দখলে দিল্লির রাজপথ