Tuesday, May 13, 2025

রাজ্য সরকার উদ্বাস্তুদের নাগরিকত্ব দিয়েছে, মধ্যমগ্রামে দাবি মমতার

Date:

কেন্দ্রীয় সরকার নয়, এই রাজ্য সরকার উদ্বাস্তুদের নাগরিকত্ব দিয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার বারাসতের কাছারি ময়দানে যাত্রা উৎসবের সূচনার আগে মধ্যমগ্রামের জনসভায় এই দাবি করেন তিনি। বলেন, উদ্বাস্তুদের নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি।মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নামে মিথ্যে কথা বলা হচ্ছে।তাঁর প্রশ্ন, মতুয়ারা তো ভারতেরই নাগরিক। নতুন করে কে তাঁদের নাগরিকত্ব দেবে?তিনি বলেন, সিএএ, এনআরসি, এনপিআরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, কিন্তু ধর্মঘট, হিংসাশ্রয়ী প্রতিবাদ, বিক্ষোভ কখনও সমর্থন করব না।খুব শীঘ্রই রানি রাসমণি রোডে এই বিষয়ে টানা অবস্থান-বিক্ষোভে সামিল হবে তিনি বলে জানিয়েছেন।

তিনি স্মরণ করিয়ে দেন, মোদি সরকার নতুন নাগরিকত্ব আইনে বলেছে যে নাগরিক হতে গেলে ৫ বছরের জন্য বিদেশি হতে হবে। আসলে মানুষের মধ্যে বিভেদ করতে চাইছে কেন্দ্র। যাঁরা নির্বাচনে ভোট দেন, সবাই দেশের নাগরিক বলে মন্তব্য করেন তিনি। তৃণমূলনেত্রীর প্রশ্ন, এনপিআর-এ নতুন ৬টি তথ্য দিতে হবে।মায়ের জন্মতারিখ উল্লেখ করতে হবে এনপিআর-এ। এটা সকলের ক্ষেত্রে কীভাবে করা সম্ভব?
বরং তাঁর পরামর্শ, আন্দোলন শান্তিপূর্ণভাবে চলুক । সবাইকে নিয়ে আন্দোলন করতে হবে। এই আন্দোলন ভাগাভাগির আন্দোলন নয়।তাঁর দাবি, অনলাইনে নাগরিকত্ব কখনও সম্ভব নয়। রাজ্যে এনআরসি, এনপিআর হবে না, করতে দেব না বলে ফের এদিন জানান তিনি। কং-বামেদের উদ্দেশে নেত্রীর ঘোষণা, ১৩ জানুয়ারি দিল্লিতে সোনিয়ার ডাকা বৈঠকে তিনি যাচ্ছেন না। তিনি একাই সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলন করবেন বলে জানান মমতা। তিনি নিশানা করেছেন কংগ্রেস, বামেদের।গতকালের সর্বভারতীয় ধর্মঘটের কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গের নানা জায়গায়, বিশেষ করে মালদহে ব্যাপক হিংসা, অশান্তির প্রেক্ষাপটে তিনি কংগ্রেস, সিপিএমকে তীব্র আক্রমণ করেন। ধর্মঘটের নামে গুন্ডামি বরদাস্ত নয় বলেও জানান।

Related articles

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...

ট্র্যাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে সংযোগ পোর্টাল

ট্র্যাফিক জরিমানা আর নগদে নয়। এবার থেকে ডিজিটালি জরিমানা করতে হবে। সেজন্য আগামী ১ জুন থেকে রাজ্যে চালু...
Exit mobile version