Saturday, August 23, 2025

সব পরিকল্পনামাফিক চললে আর কয়েকদিনের মধ্যেই CAB নতুন প্রেসিডেন্ট পেতে চলেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় প্রেসিডেন্ট হতে চলেছেন প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া। তিনি এখন CAB-সচিব৷ সচিব পদে ইস্তফা দিয়ে প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চলেছেন অভিষেক৷ আগামী ২২ জানুয়ারির মধ্যেই স্পেশাল জেনারেল মিটিং করে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছেন CAB কর্তারা। ঠিক হয়েছে, প্রেসিডেন্ট পদে অভিষেক ডালমিয়া দাঁড়ালে আর কেউই ওই পদের জন্য লড়বেন না। ফলে কোনও নির্বাচন ছাড়াই নয়া প্রেসিডেন্ট হতে চলেছেন অভিষেক ডালমিয়া। BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও অভিষেককেই এই পদে চাইছেন৷ CAB সূত্রের খবর, আগামী ৫ ফেব্রুয়ারি সাধারণ বৈঠক হবে এবং সেখানেই CAB-র নতুন প্রেসিডেন্ট হিসাবে প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়ার অভিষেক হবে৷

একইসঙ্গে CAB-র সচিব পদে বসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে সচিব পদে স্নেহাশিস দাঁড়ালে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে৷ দীর্ঘদিন ধরে CAB-র সঙ্গে যুক্ত উয়াড়ি ক্লাবের কর্তা প্রবীর চক্রবর্তী সচিব পদে দাঁড়াতে পারেন। তিনি প্রার্থী হলে ভোট হবে৷ তবে CAB-তে কোনও নির্বাচন চাইছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রবীর চক্রবর্তীকে তাই বোঝানোর পালা চলছে৷ সৌরভ-ঘনিষ্ঠ এক কর্তা প্রবীরবাবুকে বোঝানোর কাজ চালাচ্ছেন৷ প্রবীর চক্রবর্তী রাজি হলে নির্বাচন ছাড়াই CAB-র নয়া কমিটি হবে। সূত্রের খবর, শুক্রবার অথবা সোমবার বিশেষ সাধারণ সভা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করতে চলেছেন CAB-র নির্বাচন অফিসার সুশান্ত রঞ্জন উপাধ্যায়। এবং তার পরেই CAB-র সচিব পদ থেকে ইস্তফা দেবেন অভিষেক ডালমিয়া৷

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version