Saturday, December 20, 2025

শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে সহজ সিরিজ জয় ভারতের

Date:

Share post:

দুরন্ত ব্যাটিংয়ের পর অনবদ্য বোলিং। ভারতের ২০১ রানের বিরুদ্ধে খেলতে নেমে তাসের ঘরের মত ভেঙে পড়ল শ্রীলঙ্কা। পুনেতে শেষ টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ভারত। মাত্র ১২৩ রানেই গুঁটিয়ে যায় শ্রীলঙ্কান ইনিংস।

এদিনের ডু অর ডাই ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কান অধিনায়ক মালিঙ্গা। ওপেনিং জুটির বড় রানের পাশাপাশি শার্দূল ঠাকুর এবং মনীশ পান্ডের তান্ডব ব্যাটিংয়ে ভর করে ২০১ রানে পৌঁছে যায় টিম কোহলি। ভারতের দুই ওপেনিং জুটি, ধাওয়ান এবং রাহুল করেন যথাক্রমে ৫২ এবং ৫৪ রান। ক্যাপ্টেন কোহলিও ১৭ বলে ২৬ রান করে স্কোরবোর্ডে রান যোগ করেন। বাকি কাজটা সারেন মনীশ পান্ডে এবং শার্দূল ঠাকুর। শার্দূলের ৮ বলে ২২ এবং পান্ডের ১৮ বলে ৩১ রানের তান্ডব ব্যাটিংয়ে ভর করে ২০১ রান তোলে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন সান্দাকান ও একটি করে উইকেট নেন হাসারাঙা ও কুমারা।

জবাবে ব্যাট করতে নেমেই প্রথম ওভারেই শ্রীলঙ্কান ব্যাটিংয়ে ভাঙ্গন ধরান জসপ্রীত বুমরা। মাত্র ১ রানে গুনথিলকা কে সাজঘরে ফেরান তিনি। এরপর অবিস্কা ফার্নান্দো কে ফেরান শার্দূল ঠাকুর। মাত্র ৯ রান করে মাঠ ছাড়েন তিনি। এদিকে এদিনেও বলে বাজিমাত করেন নভদ্বীপ সাইনি। কুশল পেরেরাকে আউট করেন তিনি। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ মেথিউস এবং ধনঞ্জয় ডি সিলভা। কিন্তু ক্রিজে সেট হওয়ার আগেই ৩১ রানে তাকে ফেরান ওয়াসিংটন সুন্দর। এদিন শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন ধনঞ্জয় ডি সিলভা ৫৭(৩৬ বল)। এরপর একের পর এক ব্যাটসম্যান মাঠ ছাড়েন। ভারতের হয়ে তিনটি উইকেট নেন সাইনি। দুটি করে উইকেট পান ঠাকুর ও সুন্দর এবং একটি উইকেট পান বুমরা। ভারতের বোলিং দাপটে ১২৩ রানে উড়ে যায় শ্রীলঙ্কা। ৭৮ রানে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরল টিম কোহলি।

spot_img

Related articles

রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, ব্যাহত উত্তর-পূর্বের ট্রেন চলাচল

ট্রেনের ধাক্কায় আট হাতির মর্মান্তিক মৃত্যু (Elephant deaths in train accident))! ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে অসমের হোজাই জেলায়।...

তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত ৩, ঘটনাস্থলে রেলের আধিকারিকরা 

শনির সকালে ট্রেন দুর্ঘটনার খবর নদিয়ার তাহেরপুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু...

শ্যুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতাল, দ্বিতীয়বার পুত্রসন্তানের জন্ম দিলেন ভারতী

কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে নতুন মানুষের আগমন। ‘লাফটার শেফস’ নামের এক টেলিভিশন শোয়ের শ্যুটিং করতে...

সেবাশ্রয়-২: আজ বজবজের মডেল ক্যাম্পে পরিষেবা পর্যবেক্ষণে অভিষেক 

সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...