প্রধানমন্ত্রীর ২১ ঘন্টার বঙ্গ সফর

প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম শহরে রাত কাটাবেন নরেন্দ্র মোদি। তাঁর প্রায় ২৪ ঘন্টা বঙ্গ সফর দেখে নেওয়া যাক এক ঝলকে…

শনিবার
———–
বিকেল ৩.৩০ : নামবেন কলকাতা বিমানবন্দরে

বিকেল ৩.৪০ : হেলিকপ্টারে রেসকোর্সে

বিকেল ৪.০০ : ডালহৌসি ওল্ড কারেন্সি ভবন। কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের পেন্টিং মিউজিয়ামের উদ্বোধন।

সন্ধ্যা ৭.০০ : মিলেনিয়াম পার্কে নতুন ‘লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন।

সন্ধ্যা ৭.৩০ : জলপথে মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ।

রাত ৮.০০ : ফিরবেন রাজভবন। সেখানে তাঁর সম্মানে নৈশভোজ রাজ্যপালের। নৈশভোজে কিছু বিশিষ্টজন থাকবেন। তাঁদের সঙ্গে পরিচিত হতে পারেন তিনি।

রাতে রাজভবনেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠক হলে নৈশভোজের অতিথিদের সঙ্গে তাঁর সাক্ষাৎপর্ব ছোট হয়ে যেতে পারে।

রবিবার
———-
সকাল ৯.৩০ : রাজ্য বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক।

সকাল ১০.০০ : কিছু বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ।

সকাল ১১.০০ : পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নেতাজি ইন্ডোরে সভা। অনুষ্ঠানে থাকতে পারেন মুখ্যমন্ত্রীও।

দুপুর ১২.০০ : রেস কোর্সের দিকে রওনা দেবেন। হেলিকপ্টারে যাবেন বিমানবন্দরে।

দুপুর ১২.৪৫ : দিল্লির পথে উড়ে যাবেন।

শুক্রবার রাত অবধি এইরকমই কর্মসূচি প্রধানমন্ত্রীর। শেষ মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী সময় ও অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে।

Previous articleশ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে সহজ সিরিজ জয় ভারতের
Next articleনৈহাটি বিস্ফোরণ কাণ্ডের দায় কার? প্রশাসনকে প্রশ্ন রাজ্যপালের