Sunday, November 16, 2025

দুরন্ত ব্যাটিংয়ের পর অনবদ্য বোলিং। ভারতের ২০১ রানের বিরুদ্ধে খেলতে নেমে তাসের ঘরের মত ভেঙে পড়ল শ্রীলঙ্কা। পুনেতে শেষ টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ভারত। মাত্র ১২৩ রানেই গুঁটিয়ে যায় শ্রীলঙ্কান ইনিংস।

এদিনের ডু অর ডাই ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কান অধিনায়ক মালিঙ্গা। ওপেনিং জুটির বড় রানের পাশাপাশি শার্দূল ঠাকুর এবং মনীশ পান্ডের তান্ডব ব্যাটিংয়ে ভর করে ২০১ রানে পৌঁছে যায় টিম কোহলি। ভারতের দুই ওপেনিং জুটি, ধাওয়ান এবং রাহুল করেন যথাক্রমে ৫২ এবং ৫৪ রান। ক্যাপ্টেন কোহলিও ১৭ বলে ২৬ রান করে স্কোরবোর্ডে রান যোগ করেন। বাকি কাজটা সারেন মনীশ পান্ডে এবং শার্দূল ঠাকুর। শার্দূলের ৮ বলে ২২ এবং পান্ডের ১৮ বলে ৩১ রানের তান্ডব ব্যাটিংয়ে ভর করে ২০১ রান তোলে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন সান্দাকান ও একটি করে উইকেট নেন হাসারাঙা ও কুমারা।

জবাবে ব্যাট করতে নেমেই প্রথম ওভারেই শ্রীলঙ্কান ব্যাটিংয়ে ভাঙ্গন ধরান জসপ্রীত বুমরা। মাত্র ১ রানে গুনথিলকা কে সাজঘরে ফেরান তিনি। এরপর অবিস্কা ফার্নান্দো কে ফেরান শার্দূল ঠাকুর। মাত্র ৯ রান করে মাঠ ছাড়েন তিনি। এদিকে এদিনেও বলে বাজিমাত করেন নভদ্বীপ সাইনি। কুশল পেরেরাকে আউট করেন তিনি। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ মেথিউস এবং ধনঞ্জয় ডি সিলভা। কিন্তু ক্রিজে সেট হওয়ার আগেই ৩১ রানে তাকে ফেরান ওয়াসিংটন সুন্দর। এদিন শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন ধনঞ্জয় ডি সিলভা ৫৭(৩৬ বল)। এরপর একের পর এক ব্যাটসম্যান মাঠ ছাড়েন। ভারতের হয়ে তিনটি উইকেট নেন সাইনি। দুটি করে উইকেট পান ঠাকুর ও সুন্দর এবং একটি উইকেট পান বুমরা। ভারতের বোলিং দাপটে ১২৩ রানে উড়ে যায় শ্রীলঙ্কা। ৭৮ রানে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরল টিম কোহলি।

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version