যেন দিল্লি পুলিশের রিপোর্টের অপেক্ষায় ছিল বিজেপি নেতৃত্ব

যেন অপেক্ষা ছিল দিল্লি পুলিশের রিপোর্টের। আর তারপরেই ট্যুইট যুদ্ধ শুরু হয়ে গেল বিজেপির মন্ত্রীদের। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বললেন, বামেদের মুখোশ খুলে গিয়েছে। ওরাই হামলা করেছিল, সম্পত্তি নষ্ট করেছিল, রেজিস্ট্রেশনে বাধা দিয়েছিল। আর কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, দেশে যত ঘটনা ঘটছে তার পিছনে সিপিএম ও কংগ্রেস। আর নাম জড়াচ্ছে আরএসএস কিংবা এবিভিপির। দিল্লি পুলিশ সেই তথ্য ফাঁস করে দিয়েছে।

কার্যত দিল্লি পুলিশের রিপোর্ট অক্সিজেন দিয়েছে বিজেপিকে। ক্রিকেট মাঠের মতো ফ্রন্টফুটে ব্যাট করাত চেষ্টা। কিন্তু বিরোধীরা বলছেন, সবটাই স্ক্রিপটেড। বিজেপির মন্ত্রীরা আগেই বামেদের ঘাড়ে দোষ চাপিয়েছে। তারপর দিল্লি পুলিশের ঘাড়ে ক’টা মাথা থাকে যে তারা অন্য রিপোর্ট দেয়!

Previous articleসমৃদ্ধ হয়ে উঠুক বাংলাভাষী স্কুল
Next articleদীপিকাকে এ কী বললেন বিজেপি নেতা!