Saturday, May 10, 2025

পিছু হঠে কেন্দ্রের ঘোষনা, হোস্টেলের বর্ধিত ফি আপাতত দিতে হবেনা JNU পড়ুয়াদের

Date:

পড়ুয়াদের আপোষহীন আন্দোলনের চাপে পিছু হঠতে বাধ্য হলো JNU কর্তৃপক্ষ এবং অবশ্যই কেন্দ্রের মোদি সরকার৷

JNU-এর হোস্টেলের ফি বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্তভাবে প্রত্যাহার করা না হলেও, আপাতত শীতকালীন সেমিস্টারে হোস্টেলের পরিষেবা এবং অন্যান্য খরচ ছাত্রছাত্রীদের দিতে হবেনা৷ এই খরচ পুরোটাই এ বছর দেবে UGC বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পড়ুয়াদের শুধু বর্ধিত ঘর ভাড়া দিতে হবে৷

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এই বিজ্ঞপ্তি জারি করেছে৷ বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে JNU কর্তৃপক্ষকে৷।
হোস্টেলের ফি প্রায় 3 গুন বৃদ্ধির প্রতিবাদে এবং ওই বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে গত নভেম্বর মাস থেকে টানা আন্দোলন চালাচ্ছে পড়ুয়াদের একটা বড় অংশ। সেই আন্দোলনের মাঝেই SFI দখল নেয় ছাত্র সংসদের৷ এই জয়ের ফলে আন্দোলন আরও তীব্রতর হয়৷ সেমিস্টার বয়কট করে পড়ুয়ারা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে৷ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করার জন্য মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক একাধিক বৈঠক ডাকে৷ ওই বৈঠকগুলিতে আন্দোলনকারী পড়ুয়ারা হাজির থাকলেও, প্রতিবারই গরহাজির থাকেন JNU-র উপাচার্য এম জগদীশ কুমার।

তবুও আন্দোলন থেকে পিছিয়ে আসেননি পড়ুয়ারা। প্রতিরোধের মুখেও হোস্টেলের বর্ধিত ফি প্রত্যাহার করার দাবিতে অনড় থাকেন ছাত্রছাত্রীরা৷

শেষ পর্যন্ত JNU- পড়ুয়াদের এই বেনজির আন্দোলনের কিছুটা সুফল মিলেছে। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়ে দিলো, শীতকালীন সেমিস্টারের জন্য হোস্টেলের পরিষেবা কিংবা অন্যান্য কোনও খরচই দিতে হবে না পড়ুয়াদের। UGC সেই খরচ বহন করবে৷

Related articles

ফের জঙ্গি সন্দেহে গ্রেফতার! ডায়মন্ড হারবার থেকে আটক জেএমবি সদস্য 

রাজ্যে ফের জঙ্গি সন্দেহে গ্রেফতার। এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকার পাতরা গ্রাম থেকে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি)...

প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মৃত্যুর ‘ভুয়ো খবর’! সুস্থ আছেন ইমরান, দাবি পাক প্রশাসনের

সাবেক পাকিস্তান প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে নিয়ে ফের তীব্র চাঞ্চল্য। শনিবার সকাল থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে...

এবার হাতের মুঠোয় বাসের খোঁজ! চালু হল ‘WHERE IS MY BUS’ অ্যাপ

নিত্যযাত্রীদের আর প্রতিদিন বাসের জন্য অপেক্ষা করে প্রশ্ন করতে হবে না—"বাস কখন আসবে?" সেই প্রশ্নের প্রযুক্তি নির্ভর সমাধান...

সংঘর্ষ বিরতি হলেও প্রস্তুত ভারত: পাকিস্তানের মিথ্যাচারের জবাব দিয়ে দাবি সেনার

দুই দেশের সেনা প্রধানদের মধ্যে আলোচনার পরে শনিবার বিকাল ৫টা থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি সংঘাতে ইতি...
Exit mobile version