Saturday, November 15, 2025

নিত্যযাত্রীদের আর প্রতিদিন বাসের জন্য অপেক্ষা করে প্রশ্ন করতে হবে না—”বাস কখন আসবে?” সেই প্রশ্নের প্রযুক্তি নির্ভর সমাধান নিয়ে হাজির রাজ্য সরকার। শনিবার রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ‘WHERE IS MY BUS’ অ্যাপ, যা পরিবহণ ও তথ্যপ্রযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগে তৈরি।

কলকাতার গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। অ্যাপটির মাধ্যমে যাত্রীরা সহজেই জানতে পারবেন বাসের বর্তমান অবস্থান, আসার সময়, রুটের সমস্ত স্টপেজ ও নির্ধারিত ভাড়া। শুধু তাই নয়, অ্যাপ থেকেই ডিজিটাল টিকিট কেটে ভাড়াও প্রদান করা যাবে।

প্রথম ধাপে ১৬টি বিশেষ রুটের ৬০টি সরকারি বাসকে এই অ্যাপের আওতায় আনা হয়েছে। আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে সমস্ত শীতাতপনিয়ন্ত্রিত সরকারি বাস এবং পরে ধাপে ধাপে বেসরকারি বাসগুলিও এতে অন্তর্ভুক্ত হবে।

কী কী সুবিধা মিলবে এই অ্যাপে:

১. বাসের রিয়েল-টাইম অবস্থান জানা যাবে।

২. নির্দিষ্ট বাসের আসার সময় জানার সুবিধা।

৩. রুট অনুযায়ী স্টপেজ ও ভাড়ার তালিকা দেখা যাবে।

৪. ডিজিটাল মাধ্যমে ভাড়া প্রদান।

অ্যাপটির আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, বাসগুলিকে কন্ট্রোল রুম থেকে রিয়েল-টাইম পর্যবেক্ষণ করা যাবে। এর ফলে ওভার-স্পিডিং, রুট পরিবর্তন বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। খুব শীঘ্রই এটি iOS App Store-এও উপলব্ধ হবে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী। অ্যাপটি চালু হওয়ার ফলে শহরের বাসযাত্রীদের যাত্রা আরও নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় হবে, এমনটাই আশাবাদ রাজ্য সরকারের।

আরও পড়ুন – সংঘর্ষ বিরতি হলেও প্রস্তুত ভারত: পাকিস্তানের মিথ্যাচারের জবাব দিয়ে দাবি সেনার

_

 

_

 

_

 

_

 

_

Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...
Exit mobile version