জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী পড়ুয়াদের সাফল্য। প্রবল আন্দোলনের চাপে পিছু হটল বিশ্ববিদ্যালয়। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে বৃহস্পতিবার ডেপুটেশন দিয়ে দাবি জানিয়ে আসেন আন্দোলনকারীরা। আর তার জেরেই শুক্রবার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়ে দেন, শীতকালীন সেমিস্টারের ফিজ পড়ুয়াদের দিতে হবে না। তা বহন করবে ইউজিসি। বাকি বিষয়গুলি পরে আলোচনা হবে। যদিও পড়ুয়ারা জানিয়েছে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু বর্ধিত ফিজ বন্ধ বাতিল করতে হবে। আর সরতে হবে ভিসি ও প্রোক্টরকে। তার আগে আন্দোল থামবে না।