আগামীকাল শনিবার শহরে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই এনআরসি ও সিএএ বিরোধী বিক্ষোভের আশঙ্কায় প্রধানমন্ত্রীর বেলুড় মঠ যাওয়ার রুট বদল করা হয়েছে। যদিও আগামীকাল সন্ধ্যায় রাজভবনে মোদি মমতা বৈঠকের সম্ভাবনা। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকালে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। পোর্ট ট্রাস্ট ও বেলুড় মঠের অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।