Sunday, August 24, 2025

JNU গিয়ে আক্রান্ত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পর দীপিকার ‘ছপক’ বয়কটের ডাক দিয়েছে বিজেপির একাংশ৷ যেন তার জবাবেই ‘ছপক’-কে তোফা পাঠালেন দেশের দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রী ৷

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপাক’-কে করমুক্ত ঘোষণা করেন। আর এর কিছুক্ষণের মধ্যে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও অনুসরণ করলেন কমল নাথকে৷

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
কমল নাথ টুইটারে লিখেছেন, “অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া এক নারীর কাহিনি নিয়ে দীপিকা পাড়ুকোনের ছবি ‘ছপাক’ মুক্তি পাচ্ছে 10 জানুয়ারি। আমি মধ্যপ্রদেশে এই ছবিকে করমুক্ত ঘোষণা করছি। এই ছবি আত্মবিশ্বাস, সংগ্রাম, আশা এবং সেই দুর্ভোগের সঙ্গে বেঁচে থাকার আবেগ, সমাজে অ্যাসিড আক্রান্ত মহিলাদের সম্পর্কে একটি ইতিবাচক বার্তা প্রেরণ দেয়। এটি সমাজের চিন্তার পরিবর্তন আনার বার্তার উপর ভিত্তি করে তৈরি”।
এর একটু পরেই
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতোই ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলও এক টুইটে এই একই ঘোষণা করেন৷ তিনি লিখেছেন, “ছত্রিশগড়ে হিন্দি ছবি ‘ছপাক’-কে কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছবিতে সমাজে মহিলাদের উপর অ্যাসিড আক্রমণের মতো জঘন্য অপরাধকে চিত্রায়নের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। দর্শকের এই ছবি পরিবারের সঙ্গে দেখা উচিত”।
“অ্যাসিড অ্যাটাক” থেকে বেঁচে যাওয়া লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়েই তৈরি দীপিকার ‘ছপাক’।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version