বিক্ষোভ এড়াতে বেলুড় মঠে না’কি রাত্রিবাস করতে পারেন মোদি

প্রধানমন্ত্রীর সফরকালে রাজভবনের সামনে বিক্ষোভ দেখালেও কেউই বেলুড় মঠে বিক্ষোভ দেখাবেন না।
তাই বিক্ষোভ নিস্ক্রিয় করতে SPG- র সর্বশেষ কৌশল অনুযায়ী বেলুড় মঠেই রাত্রিবাস করতে পারেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী নিজেও নাকি তেমন ইচ্ছাই প্রকাশ করেছেন তিনি। তবে সংশ্লিষ্ট মহল বলছে, VVIP নিরাপত্তা কৌশলের অঙ্গ, প্রয়োজনে একাধিক বিকল্পের কথা ভাসিয়ে দেওয়া৷ বেলুড়ে রাত্রিবাসের কথা তেমনও হতে পারে৷

ওদিকে, বিরোধী রাজনৈতিক শিবিরের মন্তব্য, বিক্ষোভের ভয়েই মোদির জন্য ‘নিরাপদতম’ আশ্রয়স্থল খোঁজা হচ্ছে৷ তাই তিনি রাজভবনের পরিবর্তে বেলুড় মঠে রাত কাটাতে চাইছেন। এর একটাই কারণ, কোনও সংগঠনই বেলুড় মঠে বিক্ষোভ দেখাতে যাবেনা৷ এই বিক্ষোভে ভুল বার্তা যাবে৷ আর সেই সুযোগটাই SPG নিতে চায় ৷

NRC- CAA বিক্ষোভের কারণে মোদি আগেই অসম সফর বাতিল করেছেন। পশ্চিমবঙ্গে এসে বেলুড়ে থাকার বিষয়ে মোদির ইচ্ছাপ্রকাশও SPG-র পরামর্শ অনুসারেই৷

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে ২ মৃত্যুদণ্ডপ্রাপ্তের আবেদনের শুনানি ১৪ জানুয়ারি

Previous articleসুপ্রিম কোর্টে ২ মৃত্যুদণ্ডপ্রাপ্তের আবেদনের শুনানি ১৪ জানুয়ারি
Next articleমোদি “গো ব্যাক স্লোগান”-এ অবরুদ্ধ কলকাতা! শহরজুড়ে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী