Saturday, November 22, 2025

‘মাখন-মসৃণ’ হচ্ছে নির্ভয়াকণ্ডে ৪ দোষীর ফাঁসির দড়ি

Date:

ইতিমধ্যেই নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর সাজার দিন ঘোষণা করেছে পাতিয়ালা হাউস কোর্ট। ২২ জানুয়ারি সকাল সাতটায় ৪ দোষীকে ফাঁসি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিহার জেল সূত্রে খবর, ইতিমধ্যেই আদালতের আদেশ কার্যকর করার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সেখানে। ৩ নম্বর জেলে ফাঁসি হবে ৪ দোষীর। অক্ষয় ঠাকুর, মুকেশ সিংহ, বিনয় কুমার ও পবন গুপ্তকে জেলের আলাদা আলাদা সেলে রাখা হয়েছে। তাদের স্বাস্থ্যের দিকে নজর রেখেছে জেল কর্তৃপক্ষ। প্রতিদিন দু-বার চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করছেন। সিসিটিভির মাধ্যমেও নজরদারি চলছে।

ফাঁসির দড়িতে ঝোলানোর মহড়া সেরে ফেলেছে জেল কর্তৃপক্ষ। প্রত্যেকের জন্য দুটি করে ফাঁসির দড়ি প্রস্তুত করে, সেগুলিতে দোষীদের দ্বিগুণ ওজনের ডামি দিয়ে ফাঁসির মহড়া করেছে তিহার জেল কর্তৃপক্ষ। নিয়মানুযায়ী, ফাঁসির জন্য নতুন দড়ি ব্যবহার করা হয়। সেগুলিকে মোলায়েম রাখতে মাখনে ডুবিয়ে রাখা হয়েছিল। পরে সেগুলি স্টিলের বাক্সে রাখেছে জেল কর্তৃপক্ষ। ফাঁসির সময় এক চিকিৎসক, মনোবিদ ও জেলের আধিকারিকরা উপস্থিত থাকবেন। ৪ দোষীকে আধ ঘণ্টা ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখা হবে। পরে চিকিৎসক মৃত্যু নিশ্চিত করলে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ৪ দোষীর পরিবার সৎকারের জন্যে দেহ চাইতে পারবে। না হলে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করবে তিহার জেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন-‘Un-popular হয়ে পড়লে লুকোচুরি খেলতেই হবে, কণাদ দাশগুপ্তের কলম

Related articles

চক্রব্যূহে ফাঁসলে বেরোনো খুব কঠিন: নীরবতা ভেঙে কাকে নিশানা ধনকড়ের!

“ঈশ্বর করুন, যেন কেউ চক্রব্যূহে না পড়ে। চক্রব্যূহে কেউ ফাঁসলে বেরোনো খুব কঠিন“- উপরাষ্ট্রপতি পদে ইস্তাফা দেওয়ার দীর্ঘদিন...

আফটার শক বাংলাদেশে: শনিবার ফের কেঁপে উঠল বাইপাইল

শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। ভূমিকম্পের (earthquake) জেরে আফটার শকের...

টি২০ বিশ্বকাপে সহজ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে করমর্দন করবে টিম ইন্ডিয়া?

নতুন বছরের শুরুতেই টি২০ বিশ্বকাপ (T20 World Cup)। আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বিশ্বকাপ। ভারত...

ট্রাম্প কী ফ্যাসিস্ট? ট্রাম্পের সামনেই উত্তর দিয়ে ফেললেন মামদানি!

মামদানি ক্ষমতায় এলে সম্পূর্ণ সামাজিক ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়া শহরে বাস করতে হবে। নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচন প্রক্রিয়া...
Exit mobile version