কলকাতা সফর নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীর ট্যুইট, বিক্ষোভ দেখাতে সকাল থেকেই তৈরি শহর

আর কয়েক ঘন্টার অপেক্ষা। গোটা দেশজুড়ে NRC ও CAA বিরোধী বিক্ষোভের মাঝেই দু’দিনের সফরে আজ, সোমবার বিকেলে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী কয়েক ঘন্টায় কলকাতায় ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। প্রধানমন্ত্রী হওয়ার পরই এবারই প্রথম কলকাতায় রাত কাটাবেন তিনি। তাছাড়া এবার কলকাতা সফর রাজনৈতিক ভাবেও খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন বঙ্গ সফরের আগে প্রধানমন্ত্রী নিজেও একটি ট্যুইট করে তাঁর উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। তাঁর কথায়, ‘স্বামী বিবেকানন্দ জয়ন্তীর দিন রামকৃষ্ণ মিশনে উপস্থিত হতে পারব, এই সুযোগ মেলায় আমি আপ্লুত। ওই স্থানের বিশেষ গুরুত্ব রয়েছে’। তবে রামকৃষ্ণ মিশনের প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দজির অভাব অনুভূত হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্র সমাজ এবং নাগরিক সমাজ মোদিকে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দিতে সকাল থেকেই তৈরি হয়েছে। যা নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে উত্তেজনা তৈরি হয়েছে।

Previous articleআকাশ পরিষ্কার হতেই পারদ নামল ৩ ডিগ্রি, জাঁকিয়ে পড়বে শীত
Next articleরাজা বিস্কুট বন্ধ, কর্মহীন ২২০০