Tuesday, December 16, 2025

রাহুল কোথায়? তিনি কি এরপর শুধু ট্যুইট করেই কংগ্রেস চালাবেন?

Date:

নিজের ছেলে রাহুল গান্ধী ছাড়া কংগ্রেসের সর্বোচ্চ পদটি আর কাউকে দিতে ইচ্ছুক নন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী। এটা কংগ্রেসের সর্বস্তরের নেতা-কর্মীরা মোটামুটি বুঝেও গেছেন, মেনেও নিয়েছেন। আবার লোকসভা ভোটে দলের বিরাট বিপর্যয় ও আমেথি লোকসভায় লজ্জাজনক হারের পর সভাপতির দায়িত্ব ত্যাগের নাটক করে কংগ্রেসকে প্রভূত বিড়ম্বনায় ফেললেও ফের দলের দায়িত্ব নিতে চান না, এমন কথা বলেলনি রাহুলও। ফলে ধরে নেওয়াই যায়, সাজানো চিত্রনাট্য অনুযায়ী রাহুল গান্ধীকেই অচিরে সভাপতি বানাবেন তাঁর মা সোনিয়া। কংগ্রেসের কোনও নেতারই এর বিরুদ্ধে মত দেওয়ার যোগ্যতাও নেই, সাহসও নেই। বিজেপির এই অভিযোগটা অন্তত একশো ভাগ খাঁটি। কংগ্রেস আপাদমস্তক পরিবারতান্ত্রিক দল, যার মাথায় গান্ধী পরিবারের কোনও না কোনও সদস্য বসবেন এটাই অলিখিত নিয়ম ও ঐতিহ্য।

কিন্তু রাহুলের নামে ও নেতৃত্বে ২০১৪ ও ২০১৯-এর নির্বাচন করে কংগ্রেসের হাল কী হয়েছে গোটা দেশ জানে। একবার ৪৪, একবার ৫২। আমেথিও হাতছাড়া। রাফাল ইস্যুর দফারফা। এরপর অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে, পদ ছাড়ার নাটক করে রাহুল চলে গেলেন বিদেশে। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে, বিধানসভা নির্বাচনগুলোতেও কার্যত কোনও ভূমিকাই ছিল না। একবার শোনা গেল তিনি বিদেশে গিয়ে ধ্যান করছেন। আবার ওই একই সময়ে নানা ইস্যুতে রাহুলের ট্যুইট দেখে বিজেপি নেতারা প্রশ্ন তুললেন, এ কেমন ধ্যান যাতে একসঙ্গে রাজনৈতিক ট্যুইটও চলে! রাহুল কবে আসবেন আর কবে যোগ দেবেন তা দেখে তাঁর মা সোনিয়া দিল্লিতে কংগ্রেস সমাবেশের কার্যসূচি ঠিক করলেন। একদিন জ্বালাময়ী ভাষণ দিয়েই ফের উধাও রাহুল। সংসদে অনিয়মিত, রাজনৈতিক আন্দোলন-কর্মসূচিতে তাঁকে দেখা যায় না, পাওয়া যায় শুধু ট্যুইটারে! নাগরিকত্ব আইনের প্রতিবাদ বা জেএনইউ কাণ্ড, তাঁর বোন প্রিয়াঙ্কার দেখা মিললেও অদৃশ্য রাহুল। শুধু মাঝে মাঝে ট্যুইট। এমন অনিয়মিত, কথায় কথায় বিদেশে ঘুরতে যাওয়া, জনসংযোগহীন নেতার হাতে ফের কংগ্রেসের দায়িত্ব তুলে দলের ঠিক কোন উপকারটা করতে চলেছেন সোনিয়া গান্ধী?

আরও পড়ুন-রাজভবন নয়, মোদি রাত কাটাবেন বেলুড় মঠে! প্রধানমন্ত্রীর সফরসূচিতে হঠাৎ বদল

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version