এতো সর্ষের মধ্যেই ভূত! হিজবুল দুই জঙ্গিকে নিয়ে রাজধানীর দিকে আসছিলেন ডিএসপি। শ্রীনগর-জম্মু হাইওয়ে ধরে ডিএসপি আসছিলেন দিল্লির পথে। সঙ্গে প্রচুর অস্ত্রশস্ত্র।জঙ্গিদের মধ্যে একজন কুলগ্রামে বাঙালি শ্রমিকদের হত্যায় অভিযুক্ত নাভিদ বাবু। তবে শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত দুই জঙ্গিসহ ডেপুটি পুলিশ সুপার দাভিন্দর সিং ধরা পড়লেন পুলিশের হাতে।

গোয়েন্দাদের কাছে আগেই খবর ছিল। পুলিশ কর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি একে-৪৭ রাইফেলও উদ্ধার হয়। সবচেয়ে দুর্ভাগ্যজনক হল দাভিন্দর গতবছর স্বাধীনতা দিবসের দিনে সাহস ও কর্মদক্ষতার জন্য রাষ্ট্রপতিপদক পেয়েছিলেন। পোস্টিং ছিলেন শ্রীনগর বিমানবন্দরে। জঙ্গি নাভিদকে অনেক দিন ধরেই খুঁজছিল।
