Wednesday, December 24, 2025

কলুষিত বেলুড় মঠ, ক্ষমা করবেন না মানুষ : সোমেন

Date:

Share post:

স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে বেলুড় মঠে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বেলুড় মঠের মঞ্চ থেকে মোদি সিএএ-এর প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করেন। যা নিয়ে বিভিন্ন মহলে প্রবল সমালোচনা শুরু হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেমন বেলুড় মঠের মঞ্চ ব্যবহার করে মোদির এই ভাষণের তীব্র নিন্দা করেছেন, একইভাবে নিন্দায় সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

এদিন এক বিবৃতি প্রকাশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “বেলুড়মঠ আমাদের দেশের শুধু এক আধ্যাতিক কেন্দ্র না, এটি আমাদের মননের শক্তি এবং শিক্ষার স্থল। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের অনেক নেতাকে বেলুড় মঠে আসতে দেখেছি। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অনেকবার বেলুড়মঠে এসেছেন কিন্তু নরেন্দ্র মোদির মত রাজনীতি করতে দেখিনি। বেলুড়মঠকে রাজনীতির মঞ্চ হিসাবে ব্যবহার করে প্রধানমন্ত্রী এই পুন্য ভূমিকে কলুষিত করলেন। বেলুড়মঠে দাড়িয়ে যেভাবে সংশোধিত নাগরিকত্ব বিলের অসত্য প্রচার করলেন সেটা প্রকারান্তে স্বামী বিবেকান্দের অপমান। গান্ধীজির কথাকেও বিকৃত করলেন। গান্ধী দেশবিভাগের পরে ভারতে থাকা সব ধর্মের মানুষকে এখানে থেকে যেতে বলেছিলেন। মোদি ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য মানুষের মধ্যে বিভাজন করেন। তবে রামকৃষ্ণ মিশনের অনেক প্রাক্তনী মোদির রাজনীতিতে বিরক্ত হয়েছেন। বাংলার আপামর মানুষও বেলুড় মঠকে কলুষিত করার জন্য নরেন্দ্র মোদিকে ক্ষমা করবেন না।”

আরও পড়ুন-পুরনো চিঠি তুলে অনুরাগকে আক্রমণ বিজেপির

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...