টিব্যাক কার্নিভালে মেতেছে টাকি বয়েজ স্কুল

এই প্রথম কোনো স্কুলের মাঠে শুরু হল বইমেলা।স্থান: মধ্য কলকাতার টাকি বয়েজ স্কুল।
আয়োজক: টাকি বয়েজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন কলকাতা বা টিব্যাক।
সঙ্গে বাড়তি আকর্ষণ জয়নগরের মোয়া মেলা। সহযোগিতায়: জয়নগর পুরসভা। টাটকা নলেন গুড়ের মোয়া, নলেন গুড়ের সিঙাড়াসহ ঐতিহ্যশালী বিভিন্ন পদ । এবং খাদ্যবস্তুর আরও আয়োজন।
লেখক, সঙ্গীতকার ও পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়, অভিনেতা রুদ্রনীল ঘোষ, ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা মল্লিক বসাক, বিশিষ্ট প্রাক্তনী অশোক রায়, শিক্ষাবিদ কামাল হোসেন প্রমুখের উপস্থিতিতে যেন চাঁদের হাট বসেছে স্কুলে।

আসুন দেখেনি বর্তমান ও প্রাক্তনীদের এই মিলন উৎসবের এক ঝলক…

আরও পড়ুন-তাপমাত্রা নামতে পারে আরও, কনকনে শীত বঙ্গে