ফের বিতর্কে জড়াল আমাজন ইন্ডিয়া

এবার শিখ ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত দিয়ে তীব্র বিতর্কের মুখে পড়তে হল আমাজন ইন্ডিয়াকে। ইতিমধ্যেই কোম্পানির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

এবার আমাজন অনলাইন শপিং প্ল্যাটফর্মে বিক্রি করা হচ্ছে টয়লেট ম্যাট। যেখানে দেখা যাচ্ছে অমৃতসরের স্বর্ণমন্দিরের ছবি। এভাবে তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে বলেই অভিযোগ জানাচ্ছেন সেই সম্প্রদায়ের মানুষরা। আমাজনে দেওয়া প্রোডাক্টের ছবিতে দেখা যাচ্ছে, শৌচালয়ে, কমোডের সামনেই রাখা সেই পাপোশ। টয়লেট ম্যাট হিসেবেই ব্যবহার করা হচ্ছে সেটি। কমোডের ঢাকনাতেও একই ছবি। দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির প্রধান মনজিন্দর সিং সিরসা এমন কাণ্ডকারখানার তীব্র নিন্দা করে ইতিমধ্যেই আমাজন ইন্ডিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এই ঘটনায় ক্ষুব্ধ শিখ ধর্মাবলম্বীরা।

Previous articleরাজাকে দড়ি ধরে টেনে ফেলার প্রক্রিয়া শুরু: সুমন
Next articleCAA-এ লাগু করেই ৩২ হাজার জনকে চিহ্নিত করেছে যোগী সরকার