Friday, December 19, 2025

3 জঙ্গিকে 12লক্ষ টাকার বিনিময়ে দিল্লি পৌঁছানোর সময়ই গ্রেফতার এক DSP

Date:

Share post:

সরষের মধ্যে ফের ভূতের খোঁজ মিলেছে৷

জম্মু-কাশ্মীর থেকে তিন জঙ্গিকে পৌঁছে দিতে হবে দিল্লিতে। বিনিময়ে মিলবে 12 লক্ষ টাকা৷ জঙ্গিদের সঙ্গে এই রফা হয় কাশ্মীরের এক DSP-র, নাম দেবেন্দ্র সিং-এর ৷ নির্দিষ্ট খবরের ভিত্তিতে জঙ্গিদের সঙ্গে একই গাড়িতে থাকা জম্মু- কাশ্মীরের ডিএসপি দেবেন্দ্র সিং-কে গ্রেফতার করা হয়েছে৷ এই DSP সম্পর্কে বিস্ফোরক কিছু তথ্যও পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা৷ এদিকে ধৃত দেবেন্দ্রর সাফাই, ওই 3 জঙ্গির আত্মসমর্পণের বন্দোবস্ত করতেই তাদের সঙ্গে গাড়িতে যাচ্ছিলেন তিনি। এই দাবি একেবারেই বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছেন গোয়েন্দারা।দেবেন্দ্র যাই দাবি করুন, তাঁকে আপাতত জঙ্গি হিসেবেই দেখছেন তদন্তকারীরা। সেই ভাবেই তদন্ত প্রক্রিয়া চলছে৷
কেন ওই 3 জঙ্গিকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দারা। প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে কোনও জঙ্গি হামলার ছক ছিল কি না, ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে।

কোনও নাশকতা ঘটানোর আগে রেইকি করে তথ্য সংগ্রহ করে থাকে জঙ্গি সংগঠনগুলো। সেই কাজেই দেবেন্দ্র জঙ্গিদের দিল্লি পৌঁছে দিতে যেতে পারেন বলে সন্দেহ রয়েছে তদন্তকারীদের। গত শনিবার, গোপন খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের কুলগামে একটি গাড়ি আটকায় পুলিশ। ওই গাড়িতেই 3 জঙ্গির সঙ্গে ছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের DSP দেবেন্দ্র সিং। আরও গুরুত্বপূর্ণ বিষয়, গাড়িটির মালিক এই দেবেন্দ্র সিং-ই৷ ধৃত তিন জঙ্গির মধ্যে রয়েছে হিজবুল মুজাহিদিন কমান্ডার সৈয়দ নাভিদ মুস্তাক ওরফে বাবু, রফি রাঠের এবং কাশ্মীরের বাসিন্দা এক আইনজীবী, ইরফান শফি মির। পরে জঙ্গি দলে যোগ দেয়৷ গোয়েন্দা সূত্রের খবর, শফি মির অন্তত পাঁচ বার পাকিস্তান ঘুরে এসেছে।
জঙ্গিদের সঙ্গে পদস্থ পুলিশ কর্তার ধরা পড়ার ঘটনায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে উপত্যকার পুলিশ মহল এমনকি কেন্দ্রীয় গোয়েন্দাদের মধ্যেও। আপাতত দেবেন্দ্র ও জঙ্গিদের জেরা করে আরও তথ্য জোগাড়ের চেষ্টা চালাচ্ছে জম্মু- কাশ্মীর পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

spot_img

Related articles

হেড কোচ হিসেবে মানতে চান না! টিম ইন্ডিয়াতে গম্ভীরের ভূমিকা স্পষ্ট করলেন কপিল

সাদা বলে সাফল্য পেলেও  টেস্টে ক্রিকেটে গৌতম গম্ভীরের(Gautam Gambhir)  কোচিংয়ে ভারতের ব্যর্থতার পাল্লাই ভারী। ঘরের মাঠে দুই দলের...

আওয়ামী লিগের বাড়ি ভাঙতে বুলডোজার, হাদির মৃত্যুতে শনিবার শোকদিবস পালনের ডাক ইউনূসের 

ভোটের আগে অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। নৈরাজ্যের আগুনে উত্তেজনা বাড়ছে প্রতিবেশী রাষ্ট্রে। ঢাকা-চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলা, ধানমান্ডিতে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ...

আমেরিকার আকাশে বিমান দুর্ঘটনা,উত্তর ক্যারোলিনায় প্রাইভেট জেট ভেঙে মৃত অন্তত ৭

মার্কিন আকাশ পথে ভয়াবহ দুর্ঘটনা (US plane crash)। উত্তর ক্যারোলিনায় (North Carolina) ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। উড়ানের...

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...