Tuesday, November 11, 2025

বিশ্বকাপজয়ী বাঙালি কন্যার হাতে গঙ্গাসাগরের সিভিল ডিফেন্সের লাঠি!

Date:

বিশ্বকাপ জেতা মেয়ের হাতে লাঠি, গায়ে কমলা জ্যাকেট, মাথায় টুপি। গঙ্গাসাগর মেলার রোজানা ৫২৮ টাকার সিভিল ডিফেন্স কর্মী!

ভারতীয় ক্রিকেটে এমন ঘটনার কথা কেউ কল্পনায় আনতে পারেন!

এ লজ্জা আমরা রাখব কোথায়! ২০১৯-এর মালয়েশিয়ার কবাডি বিশ্বকাপ। লেফট কভারে বাংলার সঙ্গীতা মণ্ডল। সেমিফাইনালে হংকং আর ফাইনালে তাইওয়ানকে পর্যুদস্ত করে বিশ্বজয়। সেই ছবি হাতে নিয়ে সঙ্গীতার দীর্ঘশ্বাস, ভেবেছিলাম কিছু একটা হবে। বিশ্বকাপ জেতা দলের সদস্য। অন্তত একটা চাকরি তো হবে। দেখলাম অন্য রাজ্যের মেয়েরা চাকরি পাচ্ছে একে একে। কিন্তু আমার কিছুই হল না। কিন্তু আমাকে যে সংসার চালাতে হবে। বাবা মারা গিয়েছেন সেই বছর পনেরো আগে। মা-বোন-ভাইকে নিয়ে চারজনের সংসার। ঠোঙা বানিয়ে বা শাড়িতে পাড় বসিয়ে তো সংসার চলে না! মেদিনীপুর থেকে খেপ খেলার ডাক আসে যাই। সে তো অনিয়মিত। তাই চলে এলাম গঙ্গাসাগরে। দিন পনেরোতে অন্তত কিছু টাকা তো হবে! তাই আলিপুরে গিয়ে ট্রেনিং নিয়ে এলাম। এই দেখুন লাঠি হাতে এখন কেমন সামলাচ্ছি! চোখের কোন চিকচিক করে ওঠে সঙ্গীতার।

বাংলা কবাডি দল এখন অন্ধ্রে। সঙ্গীতা যাননি। বছর ২৮-এর সঙ্গীতা বলছেন, গিয়ে কী হবে? চাকরি তো হবে না। এখানে অন্তত কিছু টাকা পাব। মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম। দেখাই পাইনি। ক’দিন বাদে বিশ্বকাপজয়ী দলের সংবর্ধনা। সঙ্গীতার প্রশ্ন, গিয়ে কী হবে? পেট চলবে সংবর্ধনায়? সঙ্গীতার প্রশ্নের উত্তর কে দেবে? কবাডি অ্যাসোসিয়েশন কি জেগে ঘুমিয়ে থাকবে?

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version