Thursday, November 6, 2025

বাজেটের পরই সীতারামনের বিদায়! দিল্লিতে জল্পনা তুঙ্গে

Date:

দিল্লির পাওয়ার- করিডোরে গুঞ্জন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে সরানো হচ্ছে নির্মলা সীতারামনকে৷ অর্থমন্ত্রী হিসেবে আসন্ন বাজেট-ই সীতারামনের শেষ সাধারণ বাজেট৷

কিছুদিন আগে বাজেট নিয়ে নীতি আয়োগের বিশেষজ্ঞদের সঙ্গে বাজেট নিয়ে বিশেষ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-ই৷ এর পরেই প্রশ্ন ওঠে, তাহলে বাজেট কে তৈরি করছেন, দেশের অর্থমন্ত্রী না প্রধানমন্ত্রী? সীতারামনকে সরানোর জল্পনা আরও তীব্র হয়েছে নীতি আয়োগের ওই বৈঠকে গরহাজির থাকার পর থেকেই ৷ তার আগে প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন দেশের প্রথম সারির ৬০ জন শিল্পপতির সঙ্গে৷ সেই বৈঠকে তো ডাকাই হয়নি সীতারামনকে৷ খবর, সেদিন প্রধানমন্ত্রী সরাসরি শিল্পপতিদের থেকেই দেশের অর্থনীতির বিষয়ে অভিমত জানতে চান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন৷ ওইদিন দেশের অর্থমন্ত্রী না থাকায় শিল্প-বাণিজ্য মহলের স্তম্ভরা তাঁদের চিন্তা-ভাবনা, উদ্বেগ খোলাখুলি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন বলে সূত্রের খবর৷ দিল্লির খবর, দেশের GDP- হার যখন তলিয়ে যাচ্ছে, তখন শিল্প বাণিজ্য মহলের আশ্বাস অর্জন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন দেশের প্রথম এই পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী৷ সেই কারণেই সীতারামনকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী ৷ এই বছর সাধারণ বাজেট তৈরিতে নজিরবিহীন ভাবে সক্রিয় ছিলেন প্রধানমন্ত্রী৷ সীতারমনের উপরে চলতি বছরের বাজেট তৈরির পুরো দায়িত্ব তুলেই দেননি মোদি৷ তিনি নিজেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন৷ অর্থমন্ত্রীর উপর আস্থা না রেখে প্রধানমন্ত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়ে দেশের মানুষের কাছ থেকে সাধারণ বাজেট নিয়ে পরামর্শও চেয়েছিলেন৷
এ সব কারনেই ধারনা দৃঢ় হচ্ছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে এটাই কি নির্মলা সীতারামনের শেষ বাজেট৷ কেন্দ্রীয় সরকারি স্তরে নির্মলা সীতারামনের অপসারণের বিষয়টি নিয়ে বেশ সিরিয়াস আলোচনাই চলছে৷

প্রশ্ন উঠেছে, যদি সীতারামনকে সরানো হয়, তা হলে দেশের পরবর্তী অর্থমন্ত্রী কে হবেন? বিজেপি সূত্রের খবর, সম্ভাব্য নাম হিসেবে এক নম্বরে আছেন ICICI ব্যাঙ্কের প্রাক্তন শীর্ষ কর্তা, কে ভি কামাথ৷ এই প্রাক্তন কর্পোরেট কর্তা দেশের শিল্প বাণিজ্য মহলে খুবই জনপ্রিয়৷ বিরোধী রাজনৈতিক দলের প্রথম সারির নেতাদের সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে কামাথের৷

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version