Saturday, August 23, 2025

বিশ্বকাপজয়ী বাঙালি কন্যার হাতে গঙ্গাসাগরের সিভিল ডিফেন্সের লাঠি!

Date:

বিশ্বকাপ জেতা মেয়ের হাতে লাঠি, গায়ে কমলা জ্যাকেট, মাথায় টুপি। গঙ্গাসাগর মেলার রোজানা ৫২৮ টাকার সিভিল ডিফেন্স কর্মী!

ভারতীয় ক্রিকেটে এমন ঘটনার কথা কেউ কল্পনায় আনতে পারেন!

এ লজ্জা আমরা রাখব কোথায়! ২০১৯-এর মালয়েশিয়ার কবাডি বিশ্বকাপ। লেফট কভারে বাংলার সঙ্গীতা মণ্ডল। সেমিফাইনালে হংকং আর ফাইনালে তাইওয়ানকে পর্যুদস্ত করে বিশ্বজয়। সেই ছবি হাতে নিয়ে সঙ্গীতার দীর্ঘশ্বাস, ভেবেছিলাম কিছু একটা হবে। বিশ্বকাপ জেতা দলের সদস্য। অন্তত একটা চাকরি তো হবে। দেখলাম অন্য রাজ্যের মেয়েরা চাকরি পাচ্ছে একে একে। কিন্তু আমার কিছুই হল না। কিন্তু আমাকে যে সংসার চালাতে হবে। বাবা মারা গিয়েছেন সেই বছর পনেরো আগে। মা-বোন-ভাইকে নিয়ে চারজনের সংসার। ঠোঙা বানিয়ে বা শাড়িতে পাড় বসিয়ে তো সংসার চলে না! মেদিনীপুর থেকে খেপ খেলার ডাক আসে যাই। সে তো অনিয়মিত। তাই চলে এলাম গঙ্গাসাগরে। দিন পনেরোতে অন্তত কিছু টাকা তো হবে! তাই আলিপুরে গিয়ে ট্রেনিং নিয়ে এলাম। এই দেখুন লাঠি হাতে এখন কেমন সামলাচ্ছি! চোখের কোন চিকচিক করে ওঠে সঙ্গীতার।

বাংলা কবাডি দল এখন অন্ধ্রে। সঙ্গীতা যাননি। বছর ২৮-এর সঙ্গীতা বলছেন, গিয়ে কী হবে? চাকরি তো হবে না। এখানে অন্তত কিছু টাকা পাব। মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম। দেখাই পাইনি। ক’দিন বাদে বিশ্বকাপজয়ী দলের সংবর্ধনা। সঙ্গীতার প্রশ্ন, গিয়ে কী হবে? পেট চলবে সংবর্ধনায়? সঙ্গীতার প্রশ্নের উত্তর কে দেবে? কবাডি অ্যাসোসিয়েশন কি জেগে ঘুমিয়ে থাকবে?

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version