ধাওয়ান-রাহুলই দলকে টানলেন

0
3

পাঁচ বল বাকি থাকতেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটদের ইনিংস। অস্ট্রেলিয়ার টার্গেট রান ২৫৬। ভারত খেলল শিখর, রাহুল দুজনকে নিয়েই। বিরাট পিছিয়ে নামলেন।

রোহিত পঞ্চম ওভারে ১০রানে আউট হওয়ার পর এই জুটিই হাল ধরলেন। ধাওয়ান ৯১ বলে করলেন ৭৪( ৯x৪, ৬xà§§), আর রাহুল ৪৭। কোহলি মেজাজেই শুরু করলেও অ্যাডাম জাম্পার বলে তার হাতে ক্যাচ তুলে ফিরলেন। শেষে পন্থ ২৮ ও জাদেজা ২৫ টানলেন। শামি ক্যাচ তুলে আউট হলেন যখন তখনও বাকি পাঁচটি বল। ওয়াংখেড়েতে শেষে ব্যাটিং করলে শিশিরে সমস্যা হয়। দেখার বিষয় বুমরা-শামিরা কেমন পারফর্ম করেন। বিশেষজ্ঞরা বলছেন, আরও অন্তত ২৫রান করলে ভারত ‘সেফ সাইটে’ থাকত।

আরও পড়ুন-কাগজ দেব না, এই শ্লোগান দিতে বারণ করলেন মমতা