Thursday, August 21, 2025

প্রার্থী তালিকা প্রকাশ করে কেজরিওয়াল জানালেন, মানুষ AAP-কেই চাইছে

Date:

দিল্লি বিধানসভার 70 আসনেই দলের প্রার্থীদের নাম ঘোষণা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷

ফের প্রার্থী করা হয়েছে AAP-এর 46 জন বর্তমান বিধায়ককে। 15 আসনে পুরনো প্রার্থীদের বদল করা হয়েছে। বাকি 9 আসনে টিকিট দেওয়া হয়েছে একদম নতুন মুখকে। 2015 সালে 6 জন মহিলাকে প্রার্থী করেছিল কেজরি-র দল। এবার তা বেড়েছে৷ প্রার্থী করা হয়েছে 9 জন মহিলাকে। নতুন দিল্লি কেন্দ্রেই ফের প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

ওপিনিয়ন পোল ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে, বিপুল গরিষ্ঠতা নিয়ে দিল্লিতে ফের ক্ষমতায় ফিরছেন অরবিন্দ কেজরিওয়াল৷
বিজেপি মরিয়া চেষ্টা করেও রাজধানীর মন বুঝতেই পারেনি৷
ফের ক্ষমতায় ফেরার আবহেই নিজের দল ‘আম আদমি পার্টি’র প্রার্থী তালিকা প্রকাশ করেছেন কেজরিওয়াল। একইসঙ্গে ট্যুইটে লিখলেন, “সকলকে অভিনন্দন। অহংকারী হবেন না। আমাদের উপরে মানুষের ভরসা আছে। মানুষ AAP-কেই চাইছেন।”

70 আসনের দিল্লি বিধানসভা নির্বাচন হবে 8 ফেব্রুয়ারি। 11 ফেব্রুয়ারি ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হবে। 22 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে বর্তমান দিল্লি বিধানসভার। ওপিনিয়ন পোল অনুযায়ী ফের দিল্লির গদিতে ফিরতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। ওপিনিয়ন পোল বলছে, কার্যত নিশ্চিহ্নহতে যেতে পারে বিজেপি। C-VOTER-এর সমীক্ষা অনুযায়ী, 70 আসনের দিল্লি বিধানসভায় 59 আসন পেতে পারেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিজেপি পেতে পারে মেরেকেটে 8টি আসন, আর কংগ্রেস পেতে পারে সর্বোচ্চ 3 আসন।
2015-র থেকে প্রাপ্ত ভোটও বাড়তে চলেছে AAP-এর। গতবার AAP পেয়েছিল 54 শতাংশ ভোট। এবার তা বেড়ে হতে পারে 55 শতাংশ। বিজেপির ভোট কমতে পারে অনেকটাই। গতবার 32 শতাংশ ভোট পেলেও এবার তা কমে নেমে আসতে পারে 26 শতাংশে। ভোট কমতে পারে কংগ্রেসেরও। গতবার 9 শতাংশ ভোট পেলেও এবার তারা পেতে পারে 5 শতাংশ৷ মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ধরাশায়ী হওয়ার পর দিল্লির বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করেছে মোদি- শাহরা। তবে এবারও দিল্লি খালি হাতেই ফেরাবে টিম-মোদিকে, ভোট-সমীক্ষা তেমনই বলছে৷

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version